শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছায়াপথেই রয়েছে পারস্পরিক যোগাযোগে সক্ষম ৩৬টি বুদ্ধিমান প্রজাতি: গবেষণা

লিহান লিমা: [২] বিজ্ঞানীরা বলছেন, সময় এবং দুরুত্বের কারণে আমরা সম্ভবত কখনোই জানবো না যে তাদের অস্তিত্ব রয়েছে কি না, কিংবা কখনো ছিলো কি না। সোমবার দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়। সিএনএন।

[৩] নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এই পৃথিবীতে প্রাণের অস্তিত্বের বিকাশ হয়েছিলো সাড়ে চারশ থেকে সাড়ে ৫০০ কোটি বছর আগে। একটি গ্রহতে বুদ্ধিমান জীবন ধারণ করতে হলে তার ধরণ হতে হবে পৃথিবীর মতো। গ্রহের জন্মের পর পার হতে হবে ৫০০ কোটি বছর এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হতে হবে ১০০ বছর ধরে। এসব অনুমানের ওপর ভিত্তি করে তারা এই ফলাফল পেয়েছেন।

[৪] বর্তমানে আমরা রেডিও তরঙ্গের মাধ্যমে মহাকাশে সংকেত দেই। আমাদের প্রযুক্তি ব্যবস্থা শত বছরের পুরোনো। বাকি ৩৬টি প্রজাতিই এই তরঙ্গ ব্যবহার করে মহাকাশে সংকেত পাঠায়।

[৫] গবেষক দলের প্রধান ও নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর ক্রিস্টোফার কনসেলিস বলেছেন, মিল্কিওয়ে (ছায়াপথে) অন্তত কয়েক ডজন সভ্যতার অস্তিত্ব রয়েছে। তাদের উপস্থিতি তখনই বোঝা যাবে যদি তারা ক্রমাগত নিয়মিতভাবে রেডিও সিগন্যাল পাঠাতে থাকে।

[৬] গবেষকরা দেখেছেন, এই সম্ভাব্য বুদ্ধিমান প্রজাতিদের থেকে আমাদের গড় দুরুত্ব সম্ভবত ১৭ হাজার আলোকবর্ষ। অর্থাৎ এই গ্রহ থেকে একটি আলোক রশ্মি পৃথিবীতে পৌঁছাতে সময় লাগবে ১৭ হাজার বছর। বর্তমান প্রযুক্তি ব্যবহার করে এত দুরুত্বে কোনো সংকেত পাঠানো প্রায় অসম্ভব। বর্তমানে আমাদের যে যোগাযোগ প্রযুক্তি তা ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে ৫০০ কোটি বর্ষ লেগে যাবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়