আসিফুজ্জামান পৃথিল : [২] যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের এই রুলিংকে এলজিবিটি অধিকার কর্মীদের বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। বিবিসি, সিএনএন
[৩] ৯ সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন। আদালত বলেন, মার্কিন কেন্দ্রীয় আইন যৌনতার ভিত্তিতে বৈষম্যের বিরোধী। এমন সময় এই রায় এলো, যখন মার্কিন সর্বোচ্চ আদালততে ইতিহাসের সবচেয়ে রক্ষণশীল বলে বিবেচনা করা হচ্ছে।
[৪] রায়ে বিচারপতি নেইল গরসাচ বলেন, ‘সমকামী বা লিঙ্গান্তরকামী হওয়ায় কোনও নিয়োগদাতা কোনও কর্মীকে বরখাস্ত করলে সেটি হবে বড় ধরনের অন্যায়। যুক্তরাষ্ট্রের আইন ও সংবিধান এটি কোনওভাবেই সমর্থন করে না।
[৫] বিবাদী পক্ষের দাবি ছিলো, আইনপ্রণেতারা সমকামের বৃহত্তর বিষয়টি মাথায় রাখেননি। তবে সে ধারণা নাকচ করে দেন ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেয়া বিচারপতি গরসাচ। সম্পাদনা: ইকবাল খান