শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক পড়ায় নিউইয়র্ক ও ইতালিতে ১,৪৪,০০০ মানুষ কোভিড থেকে বেঁচে গেছেন

রাশিদ রিয়াজ : [২] গবেষকরা নিউইয়র্কে ১৭ এপ্রিল ও ইতালির উত্তরাঞ্চলে ৬ এপ্রিল থেকে ফেসমাস্ক পরা বাধ্যতামূলক করার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছিলেন। গত ৯ মে পর্যন্ত ৩ সপ্তাহে নিউইয়র্কে ৬৬ ও ইতালিতে ৭৮ হাজার ব্যক্তি কোভিড আক্রান্ত হওয়া থেকে বেঁচে গেছেন। এসময়ে ওই দুটি স্থানে দিনে কোভিড আক্রান্তের হার ৩ শতাংশ হ্রাস পায়। ডেইলি মেইল

[৩] গবেষকরা বলছেন সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলা, হ্যান্ড সানিটাইজার ব্যবহার, ঘরে অবস্থানের চেয়েও মাস্ক ব্যবহার করা অধিক গুরুত্বপূর্ণ।

[৪] এর কারণ হিসেবে তারা বলছেন কোভিড ভাইরাস বাতাস বাহিত বলে মানুষ যখন কথা বলে. হাঁচি-কাশি দেয় তখন ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে।

[৫] যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সাইন্সের গবেষকদলটি চীন, ইতালি ও নিউইয়র্কে কোভিড মোকাবেলার বিভিন্ন পদ্ধতি পর্যবেক্ষণ করে বলছেন মাস্ক পরা সহজ ও অধিক নিরাপদ। সংক্রমণের মাত্রা নাটকীয়ভাবে কমিয়ে আনা সম্ভব মাস্ক ব্যবহার করেই।

[৬] টেক্সাসের এ্যাটমোস্ফেরিক সাইন্সের অধ্যাপক ড, রেনিই ঝ্যাং যিনি ওই সমীক্ষার সহ লেখক তিনি বলেন সহজলভ্য মাস্ক ব্যবহার করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্য সুরক্ষা দেয়া যায়। সামাজিক দূরত্ব ও হাত ধোঁয়া চালিয়ে যেতে হবে কিন্তু তা পর্যাপ্ত নয় বরং মাস্ক পরার অভ্যাস গড়ে তুলে কোভিড প্রাদুর্ভাব অনেকখানি হ্রাস করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়