সোহাগ হাসান, সিরাজগঞ্জ : [২] মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোকে মূহ্যমান পুরো সিরাজগঞ্জসহ কাজিপুরবাসি। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে দলীও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে নেমে এসেছে শোকের ছায়া।
[৩] শনিবার নাসিমের মৃত্যুর সংবাদ পেয়ে নেতা কর্মীরা দলীয় কার্যালয়ে একত্রিত হতে থাকে। কানায় কানায় পূর্ণ হতে থাকে কার্যালয়সহ পুরো এলাকা। উচ্চ কন্ঠে ভেসে আসে কান্না ও নেতা কর্মীদের আহাজারি। কেউ কেউ হাউমাউ করে কাঁদছে। কেউবা শান্ত্বনা দিচ্ছেন একে অপরকে।
[৪] তাৎক্ষণিক শোক জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মুন্ত্রী আব্দুল লতিফ, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড, কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ-পাবনা সংরিক্ষিত আসনে সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন প্রমূখ। সম্পাদনা : হ্যাপি