শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ‘সেকেন্ড ডিগ্রি’ হামলার অভিযোগ, বরখাস্তের প্রতিবাদে ৫৭ জন পুলিশের পদত্যাগ

লিহান লিমা : [২] যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোর পুলিশের স্পেশাল টিম থেকে একসঙ্গে ৫৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। একজন বয়স্ক নাগরিকের সঙ্গে নির্দয় আচরণের দায়ে এই ইমার্জেন্সি স্পেশাল টিমের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর প্রতিবাদ জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন ওই ৫৭ কর্মকর্তা। ডেইলি মেইল

[৩]বাফেলো পুলিশ বেনেভোলেন্ট এসোসিয়েশন (পিবিএ) প্রেসিডেন্ট জন ইভান্স বলেছেন, যে দু’জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে, তারা শুধু নির্বাহী আদেশ পালন করেছেন। তাই এর প্রতিবাদ জানিয়ে বাকিরা পদত্যাগ করেছেন। তবে এই ৫৭ জন পুলিশ সদস্য পুলিশ বিভাগ থেকে পদত্যাগ করেন নি। তারা শুধু ইমার্জেন্সি রেসপন্স টিম থেকে পদত্যাগ করেছেন।

[৪]এর আগে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্টিন গুজিনো (৭৫) কারফিউ কার্যকরের জন্য দায়িত্বে থাকা পুলিশের দিকে অগ্রসর হলে এক পুলিশ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। তার কান থেকে গলগল করে রক্ত বের হতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, মাথায় মারাত্মক আঘাত লেগেছে।

[৫]আহত গুজিনো একজন অ্যাক্টিভিস্ট। তার স্বজনরা বলছেন, তিনি অত্যন্ত শান্ত স্বভাবের।

[৬]বাফেলোর মেয়র বাইরন ব্রাউন বলেছেন, ‘এই ভিডিও দেখে আমি খুব হতাশ। বরখাস্তকৃত দুই কর্মকর্তার ব্যাপারে যেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়। আমি তাদের চাকরিচ্যুত করতে বলছি না।’ নির্যাতিত বৃদ্ধের ব্যাপারে মেয়র বলেন, ‘তাকে বহুবার চলে যেতে বলা হয়েছিল।’

[৭]নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমেও টুইট বার্তায় এ ঘটনাকে পুরোপুরি অযৌক্তিক এবং খুবই ন্যাক্কারজনক হিসেবে বর্ণনা করেনে।

[৮]এদিকে,পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার পর যুক্তরাষ্ট্রে ১১তম দিনের মতো পুলিশি নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের অধিকার লঙ্ঘনের মামলা করেছে মানবাধিকার সংগঠনগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়