মুসা আহমেদ: [২] করোনায় বিপর্যস্ত তুরস্কের অর্থনীতি। অর্থনৈতিক ধস ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে বেকারত্ব ঠেকাতে এপ্রিলে তিন মাসের জন্য কর্মী ছাঁটাইয়ে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। এ নিষেধাজ্ঞা ফের বাড়াতে যাচ্ছে তুরস্ক। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হিউরিয়েত। রয়টার্স
[৩] নাম প্রকাশ না করে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে হিউরিয়েতের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান ফের তিন মাসের জন্য কর্মী ছাঁটাইয়ে নিষেধাজ্ঞা বাড়াতে যাচ। করোনা মহামারী মোকাবেলায় নতুন খসড়া আইনের অংশ হিসেবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেয়ার বিভিন্ন উপায় খুঁজছে সরকার। এতে করে কোম্পানিগুলো কর্মীদের ধরে রাখতে পারবে কিংবা নতুন নতুন কর্মী নিয়োগও করতে পারবে।
[৪] প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক এ মহামারীতে যেসব কর্মীদের কর্মঘণ্টা কমানো হয়েছে তাদের মজুরি ভর্তুকি দিয়েছে সরকার। আবার যেসকল কর্মী জরুরি তহবিলের আবেদন করেছে তাদের আর্থিক সুবিধাও দিয়েছে তুরস্ক। কর্মী ছাঁটাই ঠেকিয়ে এ গতানুগতিক নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে দেশটি।
[৫] দেশটিতে এ পর্যন্ত করোনা মহামারীতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪১০ জন। আক্রান্তের মধ্যে মারা গেছে ৪ হাজার ৬৩০ জন।