শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পান তাণ্ডবে ৮০ হাজার কোটি টাকা ক্ষতি

ডেস্ক রিপোর্ট : [২] ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গের ৮০ হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে। শনিবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে এ প্রতিবেদন তুলে দেবেন মুখ্যসচিব রাজীব সিনহা। ওই দিন দুপুরে নবান্নে আসবেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। তখনই এ রিপোর্ট প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়া হবে। খবর জিনিউজের।

[৩] খবরে বলা হয়, বিভিন্ন দফতর থেকে মুখ্যসচিবকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তার ভিত্তিতেই এই ৮০ হাজার কোটি টাকার ক্ষতির হিসেব পাওয়া গিয়েছে।

[৪] প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ঘূর্ণিঝড় আম্পানে সবচেয়ে থেকে বড় ক্ষতি হয়েছে বাড়িঘরে। ২১ লাখ বাড়ি ভেঙে গিয়েছে। ১৫০০ মৌজায় বাড়ি ভেঙেছে। এই ১৫০০ মৌজায় সব বাসিন্দাকে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও কৃষিতেই প্রায় ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। বিদ্যুতের নতুন করে টাওয়ার বসানো ও অন্য কাজ করতে ৩ হাজার কোটি টাকা খরচ হবে।

[৫] প্রসঙ্গত, আজ আম্পান বিধ্বস্ত দুই ২৪ পরগনা পরিদর্শনে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। ২টি দলে ভাগ হয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শন করেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনায় পাথরপ্রতিমা ও নামখানা পরিদর্শন করে একটি দল। অন্য দলটি যায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও বসিরহাটে। সন্দেশখালির দুটি ব্লকেরই বাঁধের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে জানান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দ্বীপগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের দেখতে পেয়ে নিজেদের দাবিদাওয়ার কথা জানান গ্রামবাসীরাও। যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়