শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হলেন রোনালদো

আক্তারুজ্জামান : [২] বিখ্যাত সাময়িকী ফোর্বস দুদিন আগে বছরের সবচেয়ে সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে। সেখানে রজার ফেদেরার শীর্ষে থাকলেও মেসিকে সরিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছেন পর্তুগীজ ফুটবল রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতেই ইতিহাস গড়েছেন সিআর সেভেন। খবর : স্পোর্টস বিবল।

[৩] চলমান করোনাভাইরাসের প্রকোপে স্তব্ধ পুরো পৃথিবী। বিশ্ব অর্থনীতিতে নেমেছে ধ্বস। কিন্তু সামাজিক মাধ্যমের বড় একটি আয়ে এক লাফে বিলিয়নিয়ার হয়েছেন বর্তমান জুভেন্টাসে খেলা এ তারকা ফুটবলার।

[৪] ফুটবলার হিসেবে প্রথম হলেও বিশ্ব ক্রীড়া জগতের ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে বিলিয়নিয়ার হলেন রোনালদো। এর আগে বক্সার ফ্লয়েড মেওয়েদার ও গলফার টাইগার উডস বিলিয়নিয়ারের খাতায় নাম ওঠান।

[৫] করোনার প্রকোপে রোনালদোর আর্থিক বার্ষিক আয় কমে গেছে ৯ শতাংশ। তবুও ট্যাক্স ও ফি বাদ দিয়ে গত বছর ১০৫ মিলিয়ন ডলার আয় করেছেন রোনালদো। যা তাকে যাতে তার মোট সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ছাড়িয়ে গেছে।

[৬] গত ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন রোনালদো। বর্তমান ক্লাব জুভেন্টাসের সঙ্গে তার চুক্তি ২০২২ সাল পর্যন্ত। এই চুক্তি শেষে রোনালদোর আয় দাঁড়াবে ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

[৭] এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক চুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও মোটা অঙ্কের অর্থ কামিয়েছেন রোনালদো। ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ও ইনস্টাগ্রাম ফলোয়ার রোনালদোরই।

[৮] মাঠ ছাড়াও স্পন্সর প্রতিষ্ঠান নাইকি, নিজের পারফিউম ব্যবসা সিআর সেভেন, ইনস্টাগ্রাম এবং এনডোর্সমেন্ট থেকে এ সকল অর্থ আয় করেন রোনালদো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়