শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হলেন রোনালদো

আক্তারুজ্জামান : [২] বিখ্যাত সাময়িকী ফোর্বস দুদিন আগে বছরের সবচেয়ে সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে। সেখানে রজার ফেদেরার শীর্ষে থাকলেও মেসিকে সরিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছেন পর্তুগীজ ফুটবল রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতেই ইতিহাস গড়েছেন সিআর সেভেন। খবর : স্পোর্টস বিবল।

[৩] চলমান করোনাভাইরাসের প্রকোপে স্তব্ধ পুরো পৃথিবী। বিশ্ব অর্থনীতিতে নেমেছে ধ্বস। কিন্তু সামাজিক মাধ্যমের বড় একটি আয়ে এক লাফে বিলিয়নিয়ার হয়েছেন বর্তমান জুভেন্টাসে খেলা এ তারকা ফুটবলার।

[৪] ফুটবলার হিসেবে প্রথম হলেও বিশ্ব ক্রীড়া জগতের ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে বিলিয়নিয়ার হলেন রোনালদো। এর আগে বক্সার ফ্লয়েড মেওয়েদার ও গলফার টাইগার উডস বিলিয়নিয়ারের খাতায় নাম ওঠান।

[৫] করোনার প্রকোপে রোনালদোর আর্থিক বার্ষিক আয় কমে গেছে ৯ শতাংশ। তবুও ট্যাক্স ও ফি বাদ দিয়ে গত বছর ১০৫ মিলিয়ন ডলার আয় করেছেন রোনালদো। যা তাকে যাতে তার মোট সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ছাড়িয়ে গেছে।

[৬] গত ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন রোনালদো। বর্তমান ক্লাব জুভেন্টাসের সঙ্গে তার চুক্তি ২০২২ সাল পর্যন্ত। এই চুক্তি শেষে রোনালদোর আয় দাঁড়াবে ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

[৭] এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক চুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও মোটা অঙ্কের অর্থ কামিয়েছেন রোনালদো। ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ও ইনস্টাগ্রাম ফলোয়ার রোনালদোরই।

[৮] মাঠ ছাড়াও স্পন্সর প্রতিষ্ঠান নাইকি, নিজের পারফিউম ব্যবসা সিআর সেভেন, ইনস্টাগ্রাম এবং এনডোর্সমেন্ট থেকে এ সকল অর্থ আয় করেন রোনালদো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়