শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৪:৩৯ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার অ্যাডভান্স ট্রিটমেন্টের যেসব পরীক্ষা-নিরীক্ষার দরকার করোনার কারণে তা সম্ভব হচ্ছে না : মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি মহাসচিব বলেন, শারীরিক দিক দিয়ে উনি এতোটুকু ইমপ্রুভ করেননি। আগের মতই। তার ট্রিটমেন্ট হচ্ছে না। হাসপাতালেও তার ট্রিটমেন্ট হচ্ছিল না। আমাদেরকে বুঝতে হবে উনার অসুখটা এটা কমপ্লিকেটেড ডিজিস, রিমোডাইস আর্থ্রাইটিস ডিজিস। এটা পায়ের জয়েন্ট হাতের জয়েন্ট এসব জায়গাগুলোতে ক্ষতি করতে থাকে।

[৩] এ প্রতিবেদকের সঙ্গে আলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন যে অবস্থায় আছেন উনি হাটতে পারেননা। হুইলচেয়ারে করে তাকে সবকিছুই করতে হয়। উনার সামান্য ইমপ্রুভমেন্ট যেটুকু হয়েছে তা হলো খাওয়া দাওয়ার বিষয়টা। যেহেতু তিনি বাসায় আছেন এবং বাসার খাবার খাচ্ছেন ওই জায়গাটায় তার কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। এছাড়া বমি হচ্ছে না।সুগার কন্ট্রোল ছিল কিন্তু এখন আবার কন্ট্রোলে নেই উঠানামা করছে এটাই হল সার্বিক পরিস্থিতি।

[৪] তিনি বলেন, ২৫ মার্চ হাসপাতাল থেকে মুক্তির পর তাকে বাসাতেই নেয়া হয়েছে এবং সেখানেই একেবারে বিচ্ছিন্ন ভাবে রাখা হয়েছে। বাইরের কেউ যেন আসতে না পারে। শুধুমাত্র পরিবারের কয়েকজন সদস্য এবং ডাক্তার সাক্ষাৎ করতে পারেন।

[৫] বিএনপি মহাসচিব বলেন, দুই মাস পরে প্রথম আমাকে ডেকে ম্যাডাম কথা বলেন। জানতে চান সার্বিক অবস্থা সম্পর্কে কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশের করোনা পরিস্থিতি কি বিশ্বপরিস্থিতি কি এই বিষয়ে। এই দুঃসময়ে দল যেন জনগণের পাশে দাঁড়ায় সঙ্গে থাকে এ বিষয়ে পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়