শিরোনাম
◈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু, ২৭ হাজার শিক্ষার্থী পাচ্ছে ভোটাধিকার, ১০ মিনিটে দিতে হবে ৪০ ভোট ◈ ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, সেবাচার্জ বেড়েছে গড়ে ৪১ শতাংশ ◈ চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ◈ মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন ◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘লা লিগা তারাই জিতবে, যারা দর্শকশূন্য মাঠ মানিয়ে নেবে’

স্পোর্টস ডেস্ক : [২] রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস এটাই মনে করেন।

[৩] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে স্থগিত হয়ে থাকা লা লিগা আগামী ১১ জুন রিয়াল বেতিস ও সেভিয়ার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে। ১৪ জুন রিয়াল খেলবে এইবারের বিপক্ষে।

[৪] করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে খেলাগুলো হবে দর্শকহীন মাঠে। নতুন এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ বলে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানান ক্রুস। এই প্রথম আমাদের দর্শকশূন্য মাঠে খেলতে হবে। দেখা যাক কি হয়। নতুন পরিবেশের সঙ্গে যে দলটা আরও ভালোভাবে মানিয়ে নিতে পারবে, তারাই জিতবে। - মার্কা

[৫] প্রথম ম্যাচে সেরা অবস্থায় থাকার জন্য আমরা নিষ্ঠার সঙ্গে অনুশীলন করছি। এর বেশি আমরা করতে পারি না। পরিস্থিতি সবার জন্য একই রকমের। নিজেদের ফিটনেস নিয়ে কাজ করতে হবে, বল নিয়ে অনুশীলন করতে হবে এবং আমাদের একটা দল হয়ে খেলতে হবে, যেটা আমরা বাকি ১১ ম্যাচ সামনে রেখে অনুশীলনে করেছি।

[৬] তিন বছর আগে এই দিনে কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইউভেন্তুসকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। সেদিনের স্মৃতিও রোমন্থন করলেন জার্মান মিডফিল্ডার ক্রুস।

[৭] আমার ভালো স্মৃতি আছে। আমরা ৪-১ গোলে জিতেছিলাম। এখানে থাকা আমার ছয় বছরের মধ্যে সেরা ছিল ওই ফাইনালের দ্বিতীয়ার্ধ। আমরা টানা দ্বিতীয়বারের মতো জিতলাম। রাতটি সবসময় মনে থাকবে। সূত্র, বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়