শিরোনাম
◈ ডিএমটিসিএল কর্মকর্তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস, রাতেই চালু হচ্ছে মেট্রো রেল, খুলে দেওয়া হয়েছে স্টেশন ◈ হাদিকে গুলি করা দুজনকে ‘শনাক্তের’ দাবি দ্য ডিসেন্টের ◈ ওসমান হাদিকে নেয়া হলো এভারকেয়ারে ◈ গণভোটে ‘হ্যা’ ভোট বেশি পড়লে কী হবে, যা জানাগেল ◈ ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভাঙ্গায় মহাসড়কে কেয়ারটেকারকে বেঁধে ৪০ ড্রাম বিটুমিন ডাকাতি ◈ ভোটের অনিয়ম করতে আসলে হাতের কব্জি কেটে দেয়া হবে: খেলাফতের আকরাম আলী ◈ ঢাকা মেডিকেলে সেনা মোতায়েন ◈ হাদির মস্তিষ্কে গুলি লেগেছে, অপারেশন চলছে: ঢামেক পরিচালক ◈ নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘লা লিগা তারাই জিতবে, যারা দর্শকশূন্য মাঠ মানিয়ে নেবে’

স্পোর্টস ডেস্ক : [২] রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস এটাই মনে করেন।

[৩] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে স্থগিত হয়ে থাকা লা লিগা আগামী ১১ জুন রিয়াল বেতিস ও সেভিয়ার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে। ১৪ জুন রিয়াল খেলবে এইবারের বিপক্ষে।

[৪] করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে খেলাগুলো হবে দর্শকহীন মাঠে। নতুন এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ বলে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানান ক্রুস। এই প্রথম আমাদের দর্শকশূন্য মাঠে খেলতে হবে। দেখা যাক কি হয়। নতুন পরিবেশের সঙ্গে যে দলটা আরও ভালোভাবে মানিয়ে নিতে পারবে, তারাই জিতবে। - মার্কা

[৫] প্রথম ম্যাচে সেরা অবস্থায় থাকার জন্য আমরা নিষ্ঠার সঙ্গে অনুশীলন করছি। এর বেশি আমরা করতে পারি না। পরিস্থিতি সবার জন্য একই রকমের। নিজেদের ফিটনেস নিয়ে কাজ করতে হবে, বল নিয়ে অনুশীলন করতে হবে এবং আমাদের একটা দল হয়ে খেলতে হবে, যেটা আমরা বাকি ১১ ম্যাচ সামনে রেখে অনুশীলনে করেছি।

[৬] তিন বছর আগে এই দিনে কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইউভেন্তুসকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। সেদিনের স্মৃতিও রোমন্থন করলেন জার্মান মিডফিল্ডার ক্রুস।

[৭] আমার ভালো স্মৃতি আছে। আমরা ৪-১ গোলে জিতেছিলাম। এখানে থাকা আমার ছয় বছরের মধ্যে সেরা ছিল ওই ফাইনালের দ্বিতীয়ার্ধ। আমরা টানা দ্বিতীয়বারের মতো জিতলাম। রাতটি সবসময় মনে থাকবে। সূত্র, বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়