শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যু: ৪৩ দিন ধরে লাশ হিমঘরে, দাফনে রাজি নয় পরিবার

ময়মনসিংহ প্রতিনিধি : [২] করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় কিশোর ছেলের লাশ দাফন করতে রাজি হয়নি পরিবার। এ কারণে ৪৩ দিন ধরে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের হিমঘরে পড়ে আছে লাশ।

[৩] ওই কিশোরের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চড়ুতলা গ্রামে।

[৪] বৃহস্পতিবার (৪ জুন) কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

[৫] আনোয়ার হোসেন জানান, দীর্ঘ দিন ওই কিশোরের লাশ হিমঘরে থাকায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তার বাবা লিখিত আবেদনের মাধ্যমে লাশ নিতে অনিচ্ছা প্রকাশ করেন। পরিবার ও এলাকাবাসীর নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

[৬] তিনি জানান, ধর্মীয় নিয়মানুযায়ী লাশ দাফনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ নগরীর ভাটিকাশর গোরস্থানে লাশ দাফন করা হতে পারে।

[৭]ময়মনসিংহ সিভিল সার্জন একেএম মশিউল আলম জানান, করোনার উপসর্গ থাকায় গত ২০ এপ্রিল ময়মনসিংহ নগরীর এস কে হাসপাতালে ওই কিশোরকে ভর্তি করা হয়। দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা। তবে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তারপরও তার পরিবার লাশ নিতে অসম্মতি জানায়। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়