শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যু: ৪৩ দিন ধরে লাশ হিমঘরে, দাফনে রাজি নয় পরিবার

ময়মনসিংহ প্রতিনিধি : [২] করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় কিশোর ছেলের লাশ দাফন করতে রাজি হয়নি পরিবার। এ কারণে ৪৩ দিন ধরে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের হিমঘরে পড়ে আছে লাশ।

[৩] ওই কিশোরের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চড়ুতলা গ্রামে।

[৪] বৃহস্পতিবার (৪ জুন) কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

[৫] আনোয়ার হোসেন জানান, দীর্ঘ দিন ওই কিশোরের লাশ হিমঘরে থাকায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তার বাবা লিখিত আবেদনের মাধ্যমে লাশ নিতে অনিচ্ছা প্রকাশ করেন। পরিবার ও এলাকাবাসীর নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

[৬] তিনি জানান, ধর্মীয় নিয়মানুযায়ী লাশ দাফনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ নগরীর ভাটিকাশর গোরস্থানে লাশ দাফন করা হতে পারে।

[৭]ময়মনসিংহ সিভিল সার্জন একেএম মশিউল আলম জানান, করোনার উপসর্গ থাকায় গত ২০ এপ্রিল ময়মনসিংহ নগরীর এস কে হাসপাতালে ওই কিশোরকে ভর্তি করা হয়। দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা। তবে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তারপরও তার পরিবার লাশ নিতে অসম্মতি জানায়। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়