শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পথের পাঁচালী’তে রঙচঙ নিয়ে সত্যজিতের ছেলের আপত্তি

ডেস্ক রিপোর্ট : সত্যজিৎ রায়ের ক্ল্যাসিক সিনেমা ‘পথের পাঁচালী’র আড়াই মিনিটের একটি রঙিন ক্লিপ কয়েক দিন ধরে ভাইরাল, তা নিয়ে দেখা দিয়েছে দ্বিধাবিভক্তি। খোদ সত্যজিতের ছেলে সন্দীপ রায় আপত্তি জানিয়েছেন। দেশ রূপান্তর

ওয়াশিংটনের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করা হয় এই এক্সপেরিমেন্ট। নেপথ্যে থাকা অনিকেত বেরা নিজেও সত্যজিৎভক্ত। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এমন একটি আইকনিক ছবির ওপর পরীক্ষানিরীক্ষা প্রশ্ন উঠছে।

সন্দীপ রায় বলেন, ‘‘এর আগেও বিদেশে অনেকবার এ ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে। তার ফল যে সব সময়ে খুব ভালো হয়েছে, এমন নয়। তবে আমার মতে ক্লাসিকগুলোকে নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। এটাকেও তেমনই আর একটা এক্সপেরিমেন্টের চেয়ে বেশি কিছু ভাবতে আমি নারাজ।’’

চিত্রগ্রাহক সৌমিক হালদারের বক্তব্যও কাছাকাছি, ‘‘(চিত্রগ্রাহক) সুব্রত মিত্র আমাদের কাছে ঈশ্বরের মতো। তার কাজ নিয়ে আর এক্সপেরিমেন্ট না করাই ভালো।’’

পশ্চিমবঙ্গের ছেলে অনিকেতের বেড়ে ওঠা এবং পড়াশোনা দিল্লিতে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যই লকডাউনে এই এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি, যা পরে ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে যায়।

অনিকেত জানালেন, তিনি নিজেও রঙিন ‘পথের পাঁচালী’ দেখতে পছন্দ করেন না। তার এক্সপেরিমেন্টের প্রতিক্রিয়ায় কমবয়সীদের থেকে সাড়া পেলেও বিরূপ মন্তব্যও মাথা পেতে নিচ্ছেন তিনি। এ তরুণ অধ্যাপক বলেন, ‘‘টেকনোলজিক্যাল দিক থেকেই এই এক্সপেরিমেন্টটা করা। শুধু কালারাইজেশন নয়, ছবির ডিজিটাল কোয়ালিটি আপগ্রেডেশনও হয়তো অনেককে আকৃষ্ট করবে। তবে আমার উদ্দেশ্য ছিল শুধুই ট্রিবিউট দেওয়া।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়