শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিয়মের অভিযোগে আরো ১১ জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে সরকার

আনিস তপন: [২] মঙ্গলবার এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পৃথক পৃথক আদেশে বরখাস্ত হওয়া এসব জনপ্রতিনিধির মধ্যে ৪ জন ইউপি চেয়ারম্যান ও ৬ জন ইউপি সদস্য এবং ১ জন পৌর কাউন্সিলর রয়েছেন। কর্মস্থলে অনুপস্থিতি, প্রধানমন্ত্রীর নগদ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়।

[৩] আদেশে বলা হয়েছে, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক করোনো ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভার সময় ত্রাণ কাজে সহায়তা না করে সরকারী নির্দেশনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিতিরর অভিযোগ প্রমাণিত হওয়ায়, বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাজল ভূইয়া স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত, করোনো ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নেয়া বিভিন্ন পদেক্ষেপ বাস্তবায়নে বাধা দেয়াসহ এপ্রিলের ভিজিডির খাদ্য বিতরণ না করা, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রনয়ণে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছে সরকার। তাছাড়া তার বিরুদ্ধে এর আগে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব নিজে না দিয়ে অন্যেরর মাধ্যমে দেয়ায়ও অভিযোগ রয়েছে।

[৪] এছাড়া একই ধরনের অভিযোগ জেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপি চেয়ারম্যান হাজী মো. কাজল ভূইয়া, বরগুনা জেলার সদর উপজেলার এম বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মো.শাহনেওয়াজ এবং নলটোনা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরকে বরখাস্ত করে আদেশ জারি করেছে সরকার।

[৫] এদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাধীন মজলিশপুর ইউপি'র ২নং ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭নং ওয়ার্ডের সদস্য হাছান মিয়ার বিরুদ্ধে নগদ সহায়তা কার্যক্রমের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় এবং বরগুনা জেলার সদর উপজেলাধীন নলটোনা ইউপি'র ৭নং ওয়ার্ডের সদস্য মো. হারুন মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মো. হানিফ, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. রানী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. ছাবিনা ইয়াসমিন পলির বিরুদ্ধে জেলেদের তালিকা প্রনয়ণে অনিয়ম, ভূয়া টিপসইয়ের মাধ্যমে চাল উত্তোলন করে আত্মসাত এবং চাল ওজনে কম দেয়ার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

[৬] এছাড়াও জেলা প্রশাসনের তদন্তে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা কার্যক্রমে অনিয়ম প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোলাইমান বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

[৭] অবশ্য সাময়িক বরখাস্ত সব জনপ্রতিনিধিকে ১০ কর্ম দিবসের মধ্যে কেন তাদের চূড়ান্ত বরখাস্ত করা হবে না তা জানাতে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সরকার।

[৮] উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত ২৮ জন ইউপি চেয়ারম্যান, ৫১ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়