ইসমাঈল হুসাইন ইমু : [২] সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় পুলিশের ১ হাজার ৮১৩ জন পুলিশ সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। চলমান করোনা যুদ্ধে এ পর্যন্ত পুলিশের ১৫ জন দেশপ্রেমিক ও অকুতোভয় সদস্য শাহাদাতবরণ করেছেন।
[২] করোনাভাইরাস শনাক্ত পুলিশের সদস্যদের মধ্যে একটা বড় অংশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য। এ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১ হাজার ৬৮৩ জন সদস্য কোভিড-১৯ শনাক্ত।
[৩] করোনা থেকে সুস্থ হয়ে সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যরা দেশের সেবায় পুনরায় আত্মনিয়োগ করছেন। ইতিমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন করোনা আক্রান্ত এক-তৃতীয়াংশ পুলিশ সদস্য।
[৪] পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ’র ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা শনাক্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। ফলে করোনা শনাক্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রæততার সাথে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে শনাক্তের সংখ্যা।