বিশ্বজিৎ দত্ত : [২] পাকিস্তানের বিচারপতি কাজী ফায়েজ ইশা তার টেক্স রিটার্নে স্ত্রী ও পুত্রের সম্পত্তির হিসাব প্রদান করেননি। এ নিয়ে আইনমন্ত্রী নাসিম মামলা করার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেন।
[৩] রাষ্ট্রপতি অনুমতি দিলে সুুপ্রিম কোর্টের বিচারপতি ইসা সরকারের বিরুদ্ধে রুল দেয় পাকিস্তানের ট্যাক্স ডিপার্টমেন্টের করা সম্পদ রিকভারী ইউনিট স্থায়ী বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না।
[৪] সরকার কোর্টের এই রুলের বিরুদ্ধে রিট করে। আইনমন্ত্রী যেহেতু পদে থেকে মামলা লড়তে পারবেন না। তাই তিনি পদত্যাগ করেন। এর আগে গত বছর পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়ার মেয়াদ ৩ বছরের জন্য বৃদ্ধির বিরুদ্ধে দেয়া উচ্চ আদালতের এক রায়ের বিরুদ্ধে লড়ার জন্যও তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। ওই মামলায় তিনি জয়ী হয়েছিলেন।