শিরোনাম
◈ টি-টোয়েন্টির বিধ্বংসী ওপেনার আমিরা‌তের ওয়া‌সিম‌কে দলে নি‌লো রাজশাহী ওয়া‌রিয়র্স ◈ ৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো  ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জকসু নির্বাচন ◈ খালেদা জিয়ার জীবনাবসান: তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি ◈ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল খালেদা জিয়ার জানাজা: সালাহউদ্দিন আহমেদ ◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিইউ বেড না পেয়ে মারা গেলেন শিল্পপতি ইউনুস

ডেস্ক রিপোর্ট : [২] করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বেসরকারি কনটেইনার ডিপো এছাক ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আইসিইউ বেড না পাওয়ায় চট্টগ্রামের এ শিল্পপতির মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

[৩] নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা শিল্পপতি মোহাম্মদ ইউনুস কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। আগে থেকেই তিনি কিডনি রোগ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোগের তীব্রতা বাড়লে নগরীর জিইসি মোড়ের বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়। রবিবার শ্বাসকষ্ট বেড়ে গেলে মেডিক্যাল সেন্টারসহ কোথাও আইসিইউ খালি পাওয়া যায়নি। এ অবস্থায় তাকে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানেও আইসিইউ বেড খালি পাওয়া যায়নি। একপর্যায়ে সেখানেই শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেন তিনি।

[৪] এছাক ব্রাদার্সের এক শীর্ষ কর্মকর্তা জানান, রবিবার রাতেই নগরীর সল্টগোলা রেলক্রসিং এলাকায় তাকে দাফন করা হয়েছে। জ্বর, সর্দি ও কাশিতে ভুগলেও ইউনুসের করোনার নমুনা নেওয়া হয়নি। ইউনুস স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। আমাদের সময়, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়