আসাদুজ্জামান বাবুল : [২] গোপালগঞ্জের মুকসুদপুরে একজন স্বাস্থ্যকর্মিসহ জেলায় নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২০৬ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত ব্যাক্তিদদের মধ্যে সদর উপজেলায় ১ জন, কোটালীপাড়া উপজেলায় ১ জন, কাশিয়ানী উপজেলায় ২ জন ও মুকসুদপুর উপজেলায় ২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ ঢাকা ফেরৎ ছাড়াও স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।আর এর মুল কারন হচ্ছে,কেউ সামাজিক দুরত্ব বজায় চলছেননা।ফলে, প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। আজ সোমবার রাত পৌনে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জনের ডা, শাকিব হোসেন।