শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অন্তর্বর্তীকালীন হলেও গণস্বাস্থ্যের কিট অনুমোদন দেয়া উচিত : ডা. জাফরুল্লাহ

শিমুল মাহমুদ : [২] গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কোভিড-১৯ সনাক্তকরণ র‌্যাপিড কিট ব্যবহারে সরকারের অন্তবর্তীকালীন অনুমোদন দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার সন্ধ্যায় তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‌্যাপিড কিট ব্যবহারে সরকারের অন্তবর্তীকালীন অনুমোদন হলেও দেওয়া উচিত। তাহলে মানুষ নূন্যতম খরচে এবং খুব সহজে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষা করতে পারত।

[৩] তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিটের পরীক্ষা চলছে। সেটাও বেশ কয়েকদিন হয়ে গেছে। এখন সরকার চাইলে অন্তবর্তীকালীন হলেও এই কিট ব্যবহারের অনুমোদন দিতে পারে এবং সেটা দেওয়া উচিত। কারণ এখন যে অবস্থা চলছে তার বিবেচনাতেই এই র‌্যাপি কিট ব্যবহারে সরকারের অনুমোদন দেওয়া দরকার। যুদ্ধ শেষ হয়ে গেলে শান্তির সময়ে অনুমোদন দিলে তো মানুষের কোনো উপকার হবে না।

[৪] বিএসএমএম উপাচার্য বলেন, গবেষক কমিটি কাজ করেছে। কাজ শেষ হলে নিশ্চয় সবাই জানতে পারবে। এর আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

[৫] ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, তার নিজের চিন্তা এবং সিদ্ধান্ত দুটোই পরিষ্কার। তিনি সাধারণ মানুষের জন্য সনাক্তকরণ কিট, ওষুধ, চিকিৎসা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সুলভ মূল্যে এবং সহজ করার বিষয়টি নিশ্চিত করতে চান। তিনি মনে করেন, একা নিজে বেঁচে কোনো লাভ নেই। সবাইকে নিয়ে বেঁচে থাকাটাই আসল বেঁচে থাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়