শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অন্তর্বর্তীকালীন হলেও গণস্বাস্থ্যের কিট অনুমোদন দেয়া উচিত : ডা. জাফরুল্লাহ

শিমুল মাহমুদ : [২] গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কোভিড-১৯ সনাক্তকরণ র‌্যাপিড কিট ব্যবহারে সরকারের অন্তবর্তীকালীন অনুমোদন দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার সন্ধ্যায় তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‌্যাপিড কিট ব্যবহারে সরকারের অন্তবর্তীকালীন অনুমোদন হলেও দেওয়া উচিত। তাহলে মানুষ নূন্যতম খরচে এবং খুব সহজে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষা করতে পারত।

[৩] তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিটের পরীক্ষা চলছে। সেটাও বেশ কয়েকদিন হয়ে গেছে। এখন সরকার চাইলে অন্তবর্তীকালীন হলেও এই কিট ব্যবহারের অনুমোদন দিতে পারে এবং সেটা দেওয়া উচিত। কারণ এখন যে অবস্থা চলছে তার বিবেচনাতেই এই র‌্যাপি কিট ব্যবহারে সরকারের অনুমোদন দেওয়া দরকার। যুদ্ধ শেষ হয়ে গেলে শান্তির সময়ে অনুমোদন দিলে তো মানুষের কোনো উপকার হবে না।

[৪] বিএসএমএম উপাচার্য বলেন, গবেষক কমিটি কাজ করেছে। কাজ শেষ হলে নিশ্চয় সবাই জানতে পারবে। এর আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

[৫] ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, তার নিজের চিন্তা এবং সিদ্ধান্ত দুটোই পরিষ্কার। তিনি সাধারণ মানুষের জন্য সনাক্তকরণ কিট, ওষুধ, চিকিৎসা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সুলভ মূল্যে এবং সহজ করার বিষয়টি নিশ্চিত করতে চান। তিনি মনে করেন, একা নিজে বেঁচে কোনো লাভ নেই। সবাইকে নিয়ে বেঁচে থাকাটাই আসল বেঁচে থাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়