শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যাপ্ত বৃষ্টিপাত না হলেও রাজশাহীতে আউশ ধানের চারা রোপনে ব্যাস্ত কৃষক

মঈন উদ্দীন: [২] রাজশাহীর কৃষিজমিতে চলছে আউশ ধানের চারা রোপন। বীজতলা থেকে চারা উত্তোলন, বীজ বপনের উপযোগী করে জমি তৈরী ও চারা গাছ রোপনসহ চাষের জন্য প্রয়োজনীয় নানা কাজ চলছে জমিতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অন্যান্য স্থানের ন্যায় বোরো ধান ঘরে তুলতে হিমশিম খেতে হয়েছে তাদের। এমন ক্ষতি পোষাতে ভালো ফসল উৎপাদনের স্বপ্ন প্রত্যাশায় সকাল সন্ধ্যা রোদ বৃষ্টি উপেক্ষা করে কৃষি জমিতেই সময় পার করছেন চাষিরা। নারী পুরুষ একত্রে যোগ দিয়েছেন কৃষিকাজে। বাম্পার ফলনের স্বপ্ন নিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করছেন তারা।

[৩] কৃষকরা জানান,চলতি বছর আউশ ধান রোপনে ঘটেছে ব্যাপক বাধা। আউশের বীজতলা তৈরির সময় বৃষ্টি না থাকায় পানি সেচ করে বীজতলা তৈরি করতে হয়েছে। তাছাড়া করোনাভাইরাসের কারণে প্রয়োজনীয় শ্রমিক সংকট ও নিজেদের সুরক্ষিত রাখতে সময়মতো বীজতলা তৈরি করা যায়নি। এতে করে যথাসময়ে আউশের বীজ বপন ও জমি প্রস্তুত করতে পারেননি তারা। তাই দেরি হলেও জমি প্রস্তুত করে আউশ ধান রোপনে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা।

[৪] কৃষি অধিদপ্তর সুত্র জানায়, কৃষি কর্মকর্তারা আউশ ধান আবাদ কার্যক্রম লক্ষ্যমাত্রা অর্জনে এ উপজেলার কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টি নির্ভর এই ধান চাষে আগামী ১৫-২০ দিনের মাধ্যে বীজতলাগুলো থেকে চারা মূল জমিতে রোপনের কাজ শেষ হবে। আশা করা যাচ্ছে এবছরও লক্ষ্যমাত্রার অধিক জমিতে আবাদ অর্জিত হবে এই উপজেলায়। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়