স্পোর্টস ডেস্ক : [২] গত ১০ দিন ধরে নতুন কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি শ্রীলঙ্কায়। ফলে সবকিছুই খুলে দিয়েছে দেশটির সরকার। এমনকি বিমানবন্দরগুলোও আজ থেকে চালু হচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্রিকেটও মাঠে ফেরাতে প্রক্রিয়া শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
[৩] শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে ১ জুন সোমবার থেকে ট্রেনিংয়ে ফিরবে শ্রীলঙ্কান জাতীয় দলের ক্রিকেটাররা। তবে লঙ্কান সরকারের আরোপিত বিধিনিষেধ কঠোরভাবে মেনেই অনুশীলন করতে হবে লঙ্কান ক্রিকেটারদের।
[৪] ৩১ মে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটি নিশ্চিত করেছে এসএলসি। সেখানে তারা জানিয়েছে ১৩ সদস্যের নির্বাচিৎ স্কোয়াড ১২ দিনের আবাসিক ট্রেনিং ক্যাম্পে অংশ নেবে কলম্বো ক্রিকেট ক্লাবে। এই সময়ে তারা সবাই দলবদ্ধ হয়ে একটি হোটেলে থাকবে।
[৫] তিন ফরম্যাট মিলিয়েই ১৩ সদস্যের স্কোয়াড গঠন করা হয়েছে এই আবাসিক ট্রেনিং ক্যাম্পের জন্য। প্রাথমিকভাবে এখানে বোলারদের প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ মূল প্রতিযোগিতা শুরু হবার আগে বোলারদের কন্ডিশনিংয়ে বেশি সময় প্রয়োজন হয়। চার সদস্যের কোচিং স্টাফ থাকবেন এই ক্যাম্পে।