আনিস তপন : [৪] সোমবার করোনাকালীন সময়ে শর্তসাপেক্ষে বিদ্যমান ভাড়ার সঙ্গে আরও ৬০ শতাংশ ভাড়া যোগ করে নতুন ভাড়া কার্যকর করা হবে বলে আদেশে জানানো হয়। মোট ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে হবে।
[৫] আদেশে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল করতে পারবে।
[৬] প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন যাত্রীকে বাস/মিনিবাসের পাশাপাশি দুইটি আসনের একটি আসনে বসিয়ে অপর আসনটি অবশ্যই খালি রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনোভাবেই মোটরযানে দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। সম্পাদনা: ইকবাল খান