ডেস্ক রিপোর্ট : [২] করোনা ভাইরাস শনাক্তের খবর শুনে আইসোলেশন থেকে পালিয়েছে মো. রুহুল আমিন (১৮) নামের ওই যুবক। জোতবানী ইউনিয়নের একইর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রুহুল গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো।
[৩] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. সোলায়মান হোসেন জানান, বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্য বিভাগ, থানা পুলিশ ও উপজেলা প্রশাসন অনেক চেষ্টার পরও তার খোঁজ পায়নি। শুক্রবার রাতে একইর উচ্চ বিদ্যালয় আইসোলেশন সেন্টার থেকে উপজেলা স্বাস্থ্যবিভাগের লোকজন আনতে গেলে ওই যুবক টয়লেট করার কথা বলে প্রাচীর টপকে পালিয়ে যায়। রুহুলসহ উপজেলায় ৩ জনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
[৪] বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, করোনা ভাইরাস নিয়ে পালানো ওই যুবককে ধরতে উপজেলার বিভিন্নস্থানে সারারাত অভিযান চালানো হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। বিডিপ্রতিদিন