শিরোনাম
◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি ◈ মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান (ভিডিও) ◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান 

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নান্নু : আলোচনার শীর্ষে ‘মাস্ক’ এবং কেন পরবেন মাস্ক?

সাইফুদ্দিন আহমেদ নান্নু : টিভির খবর, রাতের টকশোতে হীরক দ্যুতিতে উজ্জ্বল হয় উঠেছে ‘মাস্ক’ শব্দটি। আরও দুচারদিন মাস্কই থাকবে পিক পয়েন্টে। কারণ আমাদের হাতের সমস্ত অস্ত্র অকার্যকর মনে হচ্ছে,অন্ধস্তাবকদের চাপাবাজির নতুন বিষয়বস্তুরও প্রয়োজন। নইলে তারা বলবেন কি? মাস্কের এই মহাবরণকালে মার্চের মাঝামাঝি সময়ে সুস্থ অসুস্থ সবার জন্য মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করে যে তাগিদটা দিয়েছিলাম সেটি আবার পোস্ট করছি। বিশেষ করে যারা থুতনিতে মাস্ক ঝুলিয়ে চলেন, বলেন। মাস্ক ছাড়া চলে যারা আহাম্মকী প্রদর্শন করেন তাদের জন্য। মাস্ক কেন পড়বেন, লাভ কী তাতে? আমরা যারা ঘরের বাইরে মাস্ক পরে যাই, যা অনেকের ভাষায় ‘ঘুরে বেড়াই’,আমাদের ধারণা আমাদের ব্যবহৃত মাস্কের ৯৯ ভাগই করোনা প্রতিরোধ করতে পারে না। বলবেন, তাহলে পরেন কেন, লাভ কী? আপনার জ্ঞাতার্থে লাভগুলো বলি, একটু মন দিয়ে পড়ুন। [১] আপনি বাজারে, দোকানে, অফিসে আছেন। আপনার চারপাশে মানুষ আছে। আপনি কনুই দিয়ে নাক আটকাতে বা রুমাল বের করতে করতে হাঁচি কাঁশিটা দিয়ে ফেললেন। কী হবে জানেন? আপনি যদি করোনার বাহক হন, তবে আপনি আপনার চারপাশের স্বজন, বন্ধুদের করোনায় আক্রান্ত করে দিলেন। বলবেন, মাস্ক পড়া থাকলেই কি সবাই নিরাপদ থাকতেন। সেটা বলা মুশকিল, তবে অনেকেই রক্ষা পেতেন। কারণ আপনার হাঁচি, কাশির ড্রপলেট বা জীবানুবাহী উড়ন্ত কণাগুলোর বেশিরভাগই মাস্কে আটকে থাকবে বাইরে এবং দূরে ছড়াবে কম। আরও কী হলো, আচমকা হাঁচি কাশি দিলে আপনার চারপাশে থাকা মানুষেরা আপনাকে মনে মনে অসভ্য বলবে, জংলি বলবে। কেউবা হয়তো প্রকাশ্যেই আপনাকে ধমকে দেবে। সেক্ষেত্রে মাস্ক পরলে ইজ্জতটা অন্তত বাঁচবে। বাঁচবে কিনা বলেন?
[২] প্রথম পয়েন্টটাকে উল্টো করে ভাবুনতো। আপনার এক হাত দূরে দাঁড়িয়ে কেউ হঠাৎ করে জোরসে হাঁচি দিয়ে বসলো,আপনার গায়েও দু’দশটা হাঁচির কণা উড়ে আসলো, আপনি দেখলেনও। আপনি তাকে কোন চোখে দেখবেন? আদর করবেন তারে, নাকি দাঁতমুখ খিঁচিয়ে তার দিকে তাকাবেন। [৩] আপনি রিকশায়, রিকশা চালকের মুখে মাস্ক নেই, রিকশা চালক রিকশা চালাচ্ছেন আর হাঁচি কাশি দিচ্ছেন দু’এক মিনিট পরপর। তার মুখে মাস্ক থাকলে কিছুটা স্বস্তি মিলতো, মিলতো কিনা? [৪] গণহারে ব্যবহৃত মাস্ক, করোনা ঠেকাতে না পারলেও করোনা আক্রান্ত ব্যক্তির মুখে মাস্ক থাকলে তার হাঁচি কাশির জীবানু কিছুটা কম ছড়ালেও ছড়াবে। কারণ সেই হাঁচি কাশির কণার বড় অংশই তার মাস্কে আটকে যাবে। এটা লাভ না ক্ষতি? [৫] মুখে মাস্ক থাকলে হুট করে, মনের অজান্তে মুখে হাত যাবে না। [৬] মাস্ক মুখে থাকলে নাকেও হাত যাবে না। কারণ মাস্ক নাকটাকেও ঢেকে রাখে। [৭] মাস্ক পরলে ধুলা,বালিকনার হাত থেকে কিছুটা হলেও বাঁচা যায়। [৮] মাস্ক মানুষের মনে একধরনের মানসিক শক্তির যোগান দেয়। এটার মূল্যও ফেলনা নয়। আসুন একটু কষ্ট করে এসব খোলার উৎসবকালে মাস্ক ব্যবহারের ঠিক নিয়মগুলো টিভি দেখে, পত্রিকা পড়ে জেনে নিই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়