লিহান লিমা: [২] সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড (৪৬) পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার বিষয়টি ২০২০ সালের যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হওয়া উচিত নয়। আল জাজিরা
[৩] পথচারীদের ধারণ করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের এক কর্মকর্তা ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু দিয়ে তাকে মাটিতে চেপে ধরে রেখেছেন। ফ্লয়েড বলেছেন, ‘আমার কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না’, ‘আমাকে মারবেন না। কিন্তু ওই পুলিশ কর্মকর্তারা ব্যঙ্গ করছিলো। ফ্লয়েডের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০ ডলারের একটি জালনোট ব্যবহার করেছিলেন। তাকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে নেওয়ার আগে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, হাতকড়া পরাতে বাধা দিচ্ছিলেন তিনি।
[৪] ওবামা বলেন, এটা স্বাভাবিক হতে পারে না। আমরা যদি চাই যে- আমাদের সন্তানরা সবোর্চ্চ আদর্শ টিকে আছে এমন জাতির মধ্যে বেড়ে উঠবে তাহলে আমাদের আরো ভাল হতে হবে। এবং অবশ্যই সেটা আমরা করতে পারি।
[৫] তিনি আরো বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে পড়ে মর্মান্তিক, কষ্টদায়ক ও মানসিক যন্ত্রণা পোহানোর পর মানুষ এখন স্বাভাবিক পরিস্থিতির জন্য অধির হয়ে আছে। তবে তিনি মনে করেন, আইনপ্রয়োগকারী সদস্যরা যে সেবা দিয়ে যাচ্ছেন তারা জন্য তারা সম্মানের দাবিদার। অল্প কিছু মানুষের জন্য তাদের সম্মান কলুষিত হচ্ছে।
[৬] সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
[৭] এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাসহ চারজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ফ্লয়েডকে হত্যার অভিযোগে ডেরেক শভিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।