শিরোনাম

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাসে সর্বনিম্ন ব্যাংকহার নির্ধারণ কলাম্বিয়ার কেন্দ্রীয় ব্যাংকের

মুসা আহমেদ: [২] আগামী মাসগুলোতে করোনায় অর্থনৈতিক চরম মন্দা আশঙ্কা করে নির্ধারিত ব্যাংক সুদের হার কমিয়েছে কলাম্বিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকহার ৫০ পয়েন্ট ভিত্তিতে কমিয়ে ধরা হয়েছে ২.৭৫ শতাংশ, যা ইতিহাসে সর্বনিম্ন। রয়টার্স

[৩] শুক্রবার এসব তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব কলাম্বিয়া। অর্থনৈতিক নীতি নির্ধারক রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি জানায়, কেন্দ্রীয় ব্যাংকের সাতজন বোর্ড সদস্যদের পাঁচজনই এ সিদ্ধান্তকে সমর্থন জানায়। বাকি দুজন সদস্য ২৫ পয়েন্ট কমানোর বিষয়ে সায় দেন।

[৪] এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডপ্রধান জুয়ান জোস একাভেরিয়া বলেন, করোনার প্রভাবে মুদ্রাস্ফীতি কমে যাওয়া, প্রবৃদ্ধিতে পতন এবং বেকারত্ব বৃদ্ধি- এ তিনটি বিষয় নিয়ে আমরা মূল্যায়ণ করেছি। কতটা পয়েন্ট কাটা যায় সেটা নিয়ে বোর্ডসভায় তর্কবিতর্কও ছিলো। তবে করোনায় দেশের সার্বিক অবস্থাও পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] অর্থনীতিতে দ্বিতীয় প্রান্তিক নিয়ে তিনি বলেন, গেলো দুই বছর ব্যাংকহার স্থির থাকার পর করোনার কারণে আগামী তিন মাসের জন্য এ পয়েন্ট কমানো হয়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকটা অনেক সবচেয়ে ভয়াবহ হবে মনে হচ্ছে। এরপর তৃতীয় প্রান্তিকের শুরু থেকেই ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে যাবে দেশের অর্থনীতি।

[৬] এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, করোনার প্রভাবের কারণে বছরের বাকি মাসগুলোতে সর্বনিম্ন ব্যাংকহার ধরে রাখবে কেন্দ্রীয় ব্যাংক। তবে ঋণাত্বক পয়েন্ট ধরার সম্ভবনাও উড়িয়ে দিচ্ছেন না একাভেরিয়া। তবে তিনি বলছেন, এটা একেবারেই সমর্থনযোগ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়