শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্ণবাদে জ্বলছে যুক্তরাষ্ট্র [২] দাঙ্গা, আগুন, লুট নিয়ন্ত্রণে ব্যর্থতার পর ন্যাশনাল গার্ড মোতায়েন

আসিফুজ্জামান পৃথিল : [৪] শনিবার সকালেই শহরটিতে কারফিউ এর নির্দেশনা জারি করেন মিনেসোটার গভর্সন। কিন্তু এরপরেও সে নির্দেশ অমান্য করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বেশ কিছু দোকানপাট জ্বালিয়ে দেয়। সিএনএন, ফক্স, এবিসি

[৫] পুলিশ জানিয়েছে, অ্যারিজোনার ফিনিক্স শহরের পুরো প্রাণকেন্দ্র জ্বালিয়ে দিয়ে ধ্বংসস্থুপে পরিণত করেছেন বিক্ষোভকারীরা। শুধু ফিনিক্স নয়, জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি শহরে চলছে এ ধরনের ধ্বংস্বাত্মক প্রতিবাদ।

[৬] এক টুইট বার্তায় ফিনিক্স পুলিশ বলেছে, ‘পুরো ডাউনটাউন এলাকায় মানুষের সম্পদ ভাঙচুর করা হয়েছে। বেশ কিছু বিক্ষোভকারী অপরাধীর মতো আচরণ করছেন। এই এলাকার কোনও প্রতিষ্ঠানের দরজা জানালার কাঁচ আর অবশিষ্ট নেই। রাস্তায় পার্ক করা অজস্র গাড়ি ভেঙে ফেলা হয়েছে।’

[৭] টেক্সাসের হিউস্টনে ২ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরটির পুলিশ এক বিবৃতিতে জানায়, তাদের ৪জন কর্মকর্তা বিক্ষোভকারীদের হামলায় আহত হয়েছেন।

[৮] হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দু মিনিয়াপোলিশে গ্রেপ্তার করা হয়েছে কয়েক ডজনকে। শহরটির পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে। রাজ্য সরকার সবকিছু নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের ১৭০০ সদস্যকে মিনিয়াপোলিসে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এখনও শহরটিতে প্রায় বন্দী অবস্থায় আছেন আড়াই হাজার পুলিশ সদস্য।

[৯] পোর্টল্যান্ড সিটি পুলিশ বর্তমান পরিস্থিতিকে দাঙ্গা বলে ঘোষণা করেছে। তারা বলছে সামরিক বাহিনী মোতায়েন না করলে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

[১০] ডেট্রোয়েটে বিক্ষোভকারীদের উপর কে বা কারা গুলি চালিয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ১৯ বছর বয়সী এক ব্যক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়