শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপি প্লাজমা ডোনারদের তালিকা করেছে. গণস্বাস্থ্য প্লাজমা ব্যাংক করবে

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ এর ভয়াবহতা দিন দিন বাড়ছে। এই রোগে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বিশ্বজুড়ে বেড়েই চলেছে। বাংলাদেশে বর্তমানে প্রতিদিন ২০ জনের ওপরে মৃত্যু হচ্ছে কোভিড রোগিদের। এদের বাঁচাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সরাকর। ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ প্লাজমা ব্যাংক তৈরি করেছে। গণস্বাস্থ্য কেন্দ্র ঘোষনা দিয়েছে তৈরি করা হবে প্লাজমা ব্যাংক।

[৩] মৃত্যুর মিছিলে পির্ছিয়ে নেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু বরন করেছে পুলিশ সদস্যরা। চট্টগ্রামে ইতমধ্যে দেড়শোর বেশি পুলিশ সদস্য কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। এদেরে মধ্যে ৩৯ জন সুস্থ্য হয়েছেন। এই অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি ঘোষণা দিয়েছে প্লাজমা ডোনারদের তালিকা তৈরি করার।

[৪] সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা এডিসি আবু বকর সিদ্দীকি বলেন, আমরা সিএমপি’র প্রত্যেকটি থানায় সবার বøাড গ্রুপ নিচ্ছি। তালিকা করবো। যাদের এন্টিবডি তৈরি হবে তাদের জন্য নির্দিষ্ট করা হবে। যদি কারো প্লাজমা প্রয়োজন হয়, তবে ডোনারদের নিয়ে সরাসরি প্লাজমা দেওয়ার ব্যবস্থা করা হবে।

[৫] এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বড় আকারে প্লাজমা ব্যাংক করার ঘোষনা দিয়ে বলেন, প্রতিদিন যাতে ১০০ রোগিকে প্লাজমা দিতে পারি এমন ব্যাংক তৈরি করা হবে।

[৬] ডা. জাফরুল্লাহ বলেন, আমারা ইতোমধ্যে কাজ শুরু করেছি। সবার সহযোগিতা চাই আমরা। যারা সংক্রমিত হয়েছিলেন তাদের মধ্যে যারা সুস্থ্য হয়েছেন তাদের এন্টিবডি তৈরি হয়েছে। সুস্থ্যদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার আশা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়