শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপি প্লাজমা ডোনারদের তালিকা করেছে. গণস্বাস্থ্য প্লাজমা ব্যাংক করবে

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ এর ভয়াবহতা দিন দিন বাড়ছে। এই রোগে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বিশ্বজুড়ে বেড়েই চলেছে। বাংলাদেশে বর্তমানে প্রতিদিন ২০ জনের ওপরে মৃত্যু হচ্ছে কোভিড রোগিদের। এদের বাঁচাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সরাকর। ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ প্লাজমা ব্যাংক তৈরি করেছে। গণস্বাস্থ্য কেন্দ্র ঘোষনা দিয়েছে তৈরি করা হবে প্লাজমা ব্যাংক।

[৩] মৃত্যুর মিছিলে পির্ছিয়ে নেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু বরন করেছে পুলিশ সদস্যরা। চট্টগ্রামে ইতমধ্যে দেড়শোর বেশি পুলিশ সদস্য কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। এদেরে মধ্যে ৩৯ জন সুস্থ্য হয়েছেন। এই অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি ঘোষণা দিয়েছে প্লাজমা ডোনারদের তালিকা তৈরি করার।

[৪] সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা এডিসি আবু বকর সিদ্দীকি বলেন, আমরা সিএমপি’র প্রত্যেকটি থানায় সবার বøাড গ্রুপ নিচ্ছি। তালিকা করবো। যাদের এন্টিবডি তৈরি হবে তাদের জন্য নির্দিষ্ট করা হবে। যদি কারো প্লাজমা প্রয়োজন হয়, তবে ডোনারদের নিয়ে সরাসরি প্লাজমা দেওয়ার ব্যবস্থা করা হবে।

[৫] এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বড় আকারে প্লাজমা ব্যাংক করার ঘোষনা দিয়ে বলেন, প্রতিদিন যাতে ১০০ রোগিকে প্লাজমা দিতে পারি এমন ব্যাংক তৈরি করা হবে।

[৬] ডা. জাফরুল্লাহ বলেন, আমারা ইতোমধ্যে কাজ শুরু করেছি। সবার সহযোগিতা চাই আমরা। যারা সংক্রমিত হয়েছিলেন তাদের মধ্যে যারা সুস্থ্য হয়েছেন তাদের এন্টিবডি তৈরি হয়েছে। সুস্থ্যদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার আশা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়