শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপি প্লাজমা ডোনারদের তালিকা করেছে. গণস্বাস্থ্য প্লাজমা ব্যাংক করবে

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ এর ভয়াবহতা দিন দিন বাড়ছে। এই রোগে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বিশ্বজুড়ে বেড়েই চলেছে। বাংলাদেশে বর্তমানে প্রতিদিন ২০ জনের ওপরে মৃত্যু হচ্ছে কোভিড রোগিদের। এদের বাঁচাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সরাকর। ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ প্লাজমা ব্যাংক তৈরি করেছে। গণস্বাস্থ্য কেন্দ্র ঘোষনা দিয়েছে তৈরি করা হবে প্লাজমা ব্যাংক।

[৩] মৃত্যুর মিছিলে পির্ছিয়ে নেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু বরন করেছে পুলিশ সদস্যরা। চট্টগ্রামে ইতমধ্যে দেড়শোর বেশি পুলিশ সদস্য কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। এদেরে মধ্যে ৩৯ জন সুস্থ্য হয়েছেন। এই অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি ঘোষণা দিয়েছে প্লাজমা ডোনারদের তালিকা তৈরি করার।

[৪] সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা এডিসি আবু বকর সিদ্দীকি বলেন, আমরা সিএমপি’র প্রত্যেকটি থানায় সবার বøাড গ্রুপ নিচ্ছি। তালিকা করবো। যাদের এন্টিবডি তৈরি হবে তাদের জন্য নির্দিষ্ট করা হবে। যদি কারো প্লাজমা প্রয়োজন হয়, তবে ডোনারদের নিয়ে সরাসরি প্লাজমা দেওয়ার ব্যবস্থা করা হবে।

[৫] এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বড় আকারে প্লাজমা ব্যাংক করার ঘোষনা দিয়ে বলেন, প্রতিদিন যাতে ১০০ রোগিকে প্লাজমা দিতে পারি এমন ব্যাংক তৈরি করা হবে।

[৬] ডা. জাফরুল্লাহ বলেন, আমারা ইতোমধ্যে কাজ শুরু করেছি। সবার সহযোগিতা চাই আমরা। যারা সংক্রমিত হয়েছিলেন তাদের মধ্যে যারা সুস্থ্য হয়েছেন তাদের এন্টিবডি তৈরি হয়েছে। সুস্থ্যদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার আশা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়