শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদ খোলার পর সৌদি আরবের নতুন নির্দেশনা

ইসমাঈল আযহার: [২] নামাজের জন্য মসজিদগুলো খুলে দেওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আররের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল শাইখ। আল আরাবিয়া

[৩] আল-আরবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. আব্দুল লতিফ আল শাইখ বলেন, সরকার নামাজের জন্য মসজিদ খোলার সিদ্ধান্ত নিয়েছে। মসজিদ খোলার সাথে সাথে মুসল্লিদেরও  নিজেদের স্বাস্থ্যের প্রতি খুব যত্নবান হতে হবে।

[৪] মুসল্লিদের বাড়ি থেকে ওযু করে আসা ও নিজ নিজ জায়েনামাজ সঙ্গে নিয়ে প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও মুসল্লিদের মাস্ক ব্যবহার, মসজিদে প্রবেশের আগে হাত ধোয়া ও অন্যান্য সতর্কমূলক নির্দেশনা মারা প্রতি জোর দিয়েছেন তিনি।

[৫] আ্দুল লতিফ আল শাইখ বলেনে, মক্কার মসজিদুল হারাম ব্যতীত দেশের সব মসজিদে শর্তসাপেক্ষে  জুমার নামাজের অনুমতি দেয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ মসজিদে ইবাদাতের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।

[৬] এই নির্দেশনায় বলা হয়েছে, আযানের ১৫ মিনিট আগে মসজিদ খোলা হবে এবং ফরজ নামাজ আদায়ের ১০ মিনিট পর মসজিদ বন্ধ হয়ে যাবে। আজান এবং একামতের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে। নামাজের সময় মসজিদের সমস্ত দরজা ও জানালা খোলা রাখা হবে। অস্থায়ীভাবে মসজিদগুলো থেকে কোরআন  শরীফ এবং বইগুলো সরিয়ে ফেলা হয়েছে।

[৭] নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রত্যেক দুই মুসল্লির মাঝখানে একজনের জায়গা খালি রাখতে হবে এবং দুই কাতারের মধ্যে একটি কাতার ফাঁকা রাখতে হবে। মসজিদের সমস্ত এয়ার কুলার বন্ধ রাখতে হবে। মসজিদে কোনও ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করা যাবে না। নামাজের সময় মসজিদের ওযু খানা বন্ধ থাকবে।

[৮] জুমার নামাজের ব্যাপারে এই নতুন নির্দেশনায় বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মসজিদে জুমার নামাজের ২০ মিনিট পূর্বে আযান দেয়া হবে এবং নামাজের ২০ মিনিট আগে মসজিদ খোলা হবে। নামাজ শেষ হওয়ার ২০ মিনিট পর মসজিদ বন্ধ করা হবে। জুমার খুতবা শেষ করতে হবে ১৫ মিনিটের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়