শিরোনাম
◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোভিড-১৯ রোগীদের ইন্টারলিউকিন-৬ বা আইএল-৬ ওষুধটি প্রয়োগ করে ভাল ফল পাওয়া যাচ্ছে : ডা. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক : [২] দু’মাসের উপর লকডাউন করেও করোনার গতি থামানো যায়নি। না আবিষ্কার হয়েছে কোনও নির্দিষ্ট ওষুধ না আছে প্রয়োজনীয় প্রতিরোধী টিকা। তবে করোনা চিকিৎসায় আবারও কিছুটা আশার কথা শুনিয়েছেন কোভিড-১৯ নিয়ে গবেষণারত বিজ্ঞানীরা। মানুষের শরীরের রোগ প্রতিরোধ করে শ্বেতকণিকা। এই শ্বেতকণিকা বা হোয়াইট ব্লাড সেলের এক উল্লেখযোগ্য কম্পোনেন্ট টি-লিম্ফোসাইট বা টি-সেল। এই টি-সেল অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে তৈরি হয়ে থাইমাস গ্রন্থিতে পরিপূর্ণতা পেয়ে যে কোনও জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আমাদের শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করার জন্য তৈরি থাকে।

[৩] দীর্ঘ পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা জেনেছেন যে কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে টি-সেল উল্লেখযোগ্য ভূমিকা নেয়। শ্বেতকণিকার আর একটি কম্পোনেন্ট বি-লিম্ফোসাইটস বা বি-সেলও রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ন ভূমিকা নেয়। এই বি-সেল কোভিভ-১৯-এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে কোভিড-১৯ ভাইরাসকে আটকে দেয়। ক্যালিফোর্নিয়ার ‘লা জোলা ইনস্টিটিউট অব ইমিউনোলজি’-র সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ভ্যাকসিন’-এর বিজ্ঞানী শেন ক্রোটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে ওঠা মানুষের রক্তের টি-সেল করোনাভাইরাসকে ধ্বংস করতে পারে।

[৪] এর থেকে হয়তো এই সূত্র কাজে লাগিয়ে হয়তো আগামী দিনে কোভিড-১৯-এর কার্যকরী টিকা তৈরি করা সম্ভব হবে। টি-লিম্ফোসাইট বাড়ানোর ওষুধ; মোহালির ইসার (আইআইএসইআর)-এর হিউম্যান প্যাথোজেনিক ভাইরাসের সংক্রমণজনিত অসুখের গবেষক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানালেন, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ আটকাতে যেমন টি-লিম্ফোসাইট সেল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তেমনই এর সংক্রমণ হলে শরীরে টি-লিম্ফোসাইটের পরিমাণ অত্যন্ত কমে যায়।

[৫] এক জন সুস্থ-স্বাভাবিক মানুষের ১ মাইক্রোলিটার (০.০০১মিলিলিটার)রক্তে ২-৪ হাজার টি-সেল থাকে। আর কোভিড আক্রান্তদের অনেকের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় ১২০০-২০০। টি-সেলের সংখ্যা যে কমছে, এই তথ্যটিই বর্তমানে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে,বললেন ইন্দ্রনীল। আরও একটা বিষয়ে আশাবাদী বিজ্ঞানীরা। টি-সেল বাড়িয়ে গুরুতর অসুস্থ করোনাভাইরাসের রোগীদের মৃত্যু ঠেকানো যেতে পারে। ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় জানালেন যে কোভিড-১৯ আক্রান্তদের ইন্টারলিউকিন-৬ বা আইএল -৬ ওষুধটি প্রয়োগ করে উল্লেখযোগ্য ভাল ফল পাওয়া যাচ্ছে।

[৬] তবে করোনায় আক্রান্ত হলেই এই ওষুধটি দেয়া হয় না। যাদের এআরডিএস হয়েছে অর্থাৎ ফুসফুস গুরুতর ভাবে আক্রান্ত, তাঁদের ৬৭ জনকে আইএল-৬ দিয়ে বিপদ কাটানো সম্ভব হয়েছে বললেন শ্যামাশিস। দেখা গিয়েছে, রক্তে টি-সেলের মাত্রা বাড়াতে একটি বিশেষ মলিকিউল ইন্টারলিউকিন ৭ উল্লেখযোগ্য। করোনা আক্রান্ত রোগীদের উপর এই মলিকিউলযুক্ত ওষুধ ব্যবহার করে গুরুতর সংক্রমণ আটকানো যাচ্ছেও। আশা করা যায়, আগামী দিনে নভেল করোনার জটিলতা আটকে দিয়ে মৃত্যুহার থামিয়ে দিতে এটি উল্লেখযোগ্য ভূমিকা নেবে। কিন্তু তত দিন পর্যন্ত আমাদের শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া আর কোনও উপায় নেই। তথ্য আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়