শিরোনাম
◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সার সাবেক সভাপতি বললেন, বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় নেইমার, তার থেকে ভালো মেসি

স্পোর্টস ডেস্ক : [২] পিএসজি তারকা নেইমারের প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেল। তার মতে, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড়, তার চেয়ে ভালো একমাত্র খেলোয়াড় লিওনেল মেসি।

[৩] বার্সেলোনার সভাপতি থাকাকালে ২০১৩ সালে ব্রাজিলের সান্তোস থেকে নেইমারকে এনে চুক্তিবদ্ধ করেন রোসেল। জানালেন, সভাপতির দায়িত্বে থাকলে আক্রমণভাগের এই খেলোয়াড়কে ফের দলে ভেড়াতেন তিনি।

[৪] বার্সেলোনার হয়ে কয়েক মৌসুম খেলা শেষে ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে নেইমারকে কিনে নেয় পিএসজি। কিন্তু শুরু থেকেই গুঞ্জন, প্যারিসের ক্লাবটিতে ভালো নেই আক্রমণভাগের এই খেলোয়াড়। ফিরে আসতে চান কাম্প ন্যুতে। - মার্কা

[৫] কাতালান ক্লাবটিতে ফিরতে কয়েকবার চেষ্টাও চালান ২৮ বছর বয়সী এই ফুটবলার। গত মৌসুমে নেইমারকে নিয়ে বার্সেলোনা-পিএসজি বেশ কয়েকবার আলোচনায় বসলেও শেষ মুহূর্তে দল-বদলটি আর হয়নি। তবে সংবাদমাধ্যমে খবর, বার্সেলোনায় ফেরার চেষ্টা এখনো ছাড়েননি নেইমার।

[৬] বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে ফের বার্সেলোনায় দেখতে চান ৫৬ বছর বয়সী রোসেল, আমি বার্সেলোনার সভাপতি থাকলে, নেইমারকে চুক্তিবদ্ধ করার চেষ্টা করতাম। মেসির পর সে বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড়। বার্সেলোনা ক্লাবের দর্শনের সঙ্গে তার খেলা খুবই মানানসই।

[৭] বার্সেলোনার হয়ে দ্যুতি ছড়ানোর পর পিএসজিতেও সাফল্যের পরিচয় দিচ্ছেন নেইমার। এরই মধ্যে টানা তিনবার জিতেছেন লিগ ওয়ান শিরোপা। একবার করে জিতেছেন ফরাসি কাপ, ফরাসি লিগ কাপ ও ফরাসি সুপার কাপ।

[৮] করোনাভাইরাসের কারণে লিগ ওয়ানের চলতি মৌসুমের খেলা বন্ধ হওয়ার আগেও ছন্দে ছিলেন নেইমার। লিগে গোল করেছিলেন ১৩টি। লিগের বাকি খেলা আর মাঠে গড়ায়নি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নেইমারদের ক্লাব পিএসজিকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। - দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়