শিরোনাম
◈ রোনালদোর গো‌লেও জয় পে‌লো না, হে‌রেই গে‌লো আল নাসর ◈ বিএন‌পি ও জামায়া‌তের চা‌পে আ‌ছি, নির্বাচ‌নে আমরা কোন দল‌কে ভোট দি‌বো? ◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

পিরোজপুর থেকে বিপ্লব বিশ্বাস : [২]পিরোজপুর সদর উপজেলায় ভিমরুলের কামড়ে মোমেন শেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিমরুলের আক্রমণে মোমেন শেখ মারা যায় বলে জানান পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক।

[৩] মৃত মোমেন শেখ (৫৫) পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকার মো. সিরাজ শেখের ছেলে।

[৪] পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আফরোজা সালাম জানান, দুপুর ১২টার দিকে নিজ বসতঘরের পিছনে সবজি বাগানে কাজ করতে ছিল মোমেন শেখ। সেখানেই বাগানে অবস্থিত ভিমরুল মোমেনের উপর আক্রমন করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় (হুল ফুটায়)। ওই অবস্থাতেই মোমেন নিজেই সেই ভিমরুলের বাসা ভেঙ্গে ঘরে চলে আসে। দুপুরে ভিমরুলের কামড়ের কারণে ঘরে সে অসুস্থ হয়ে পড়লে বিকেল ৩টার দিকে বাড়ির লোকজন তাকে নিয়ে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৫] পিরোজপুর জেলা হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক ড. রানা সাহা জানান, শরীরে ভিমরুলের কামড়ের কথা জানিয়ে বিকেল টার দিকে মোমেন শেখকে হাসপাতালে নিয়ে এলে তাকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা দেয়া হয়। পরে বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়