শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনসংখ্যার চাপ কমাতে ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটি তৈরি করবে গণপূর্ত অধিদফতর

সুজিৎ নন্দী : [২] মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে স্যাটেলাইট সিটি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চারপাশে ছয়টি স্যাটেলাইট সিটি তৈরির কাজের উদ্যোগ নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এজন্য আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সরকারি-বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) তালিকায় স্যাটেলাইট সিটির প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পকিল্পনা কমিশন সূত্রে এতথ্য জানা যায়।

[৩] মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, দুই ধাপে প্রকল্পগুলো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রথমধাপে মিরপুরে একটি টাউনশিপ ডেভেলপমেন্ট করা হচ্ছে। এটির কার্যক্রম অনেক দূর এগিয়েছে। পরের ধাপে বাকিগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। সেগুলোরও সম্ভাব্যতা সমীক্ষা করা হচ্ছে। আশা করছি, পর্যায়ক্রমে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

[৪] সূত্র আরো জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে নতুন এডিপি অনুমোদনের সঙ্গে এই তালিকাটিও অনুমোদন পেয়েছে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।

[৫] আগামী ২০২০-২১ অর্থবছরের এডিপির পিপিপিতে অন্তভ’ক্ত প্রকল্পগুলো হচ্ছে, মিরপুর ইঞ্চি গ্রেটেড টাউনশিপ ডেভেলপমেন্ট (এমআইটিডি) প্রকল্প। এটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪শ’ কোটি টাকা। এর মধ্যে পিপিপির পার্টনার হিসেবে বেসরকারি অংশ থেকে ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা। আর সরকার দেবে ৫০ কোটি টাকা। এ প্রকল্পটি ইতোমধ্যেই চূড়ান্ত অনুমোদনের পর প্রাইভেট পার্টনারের সঙ্গে চুক্তি সই হয়েছে। সেই সঙ্গে সাইটও হস্তান্তর করা হয়েছে। বর্তমানে নকশা তৈরির কাজ চলছে।

[৬] ‘ডেভেলপমেন্ট অব স্যাটেলাইট টাউনশিপ প্রোজেক্ট অ্যাট ধামরাই উপজেলা অ্যাট ঢাকা ডিস্ট্রিক্ট’ শীর্ষক প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। এটি বাস্তবায়নের অংশ হিসেবে সমীক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরপরই ব্যয় নির্ধারণসহ আনুষাঙ্গিক কার্যক্রম শুরু হবে। এই প্রকল্পটি পিপিপির তালিকায় যুক্ত করা হয়েছে।

[৭] একই অবস্থায় থাকায় অন্য দুটি প্রকল্প হচ্ছে-‘ডেভেলপমেন্ট অব স্যাটেলাইট টাউনশিপ প্রেজেক্ট অ্যাট সাভার উপজেলা অ্যাট ঢাকা ডিস্ট্রিক্ট’ এবং ‘ডেভেলপমেন্ট অব স্যাটেলাইট টাউনশিপ প্রজেক্ট অ্যাট সিরাজদিখান উপজেলা অ্যাট মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট।’

[৮] সূত্র জানায়, পিপিপির তালিকায় থাকা বিভিন্ন মন্ত্রণালয়ের আরও কয়েকটি বৃহৎ প্রকল্পের মধ্যে অন্যতম খানজাহজান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প, ঢাকা শহরের চতুর্দিকে বৃত্তাকার রেললাইন নির্মাণ, ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে নতুন আইসিডি নির্মাণ, ঢাকা বাইপাস সড়ক তৈরি, ঢাকা (জয়দেবপুর)-ময়মনসিংহ সড়ক উন্নয়ন, গাবতলী-নবীনগর মহাসড়ক উন্নয়ন, হাতিরঝিল (রামপুরা ব্রিজ) বনশ্রী-শেখেরজাইগ-আমুলিয়া-ডেমরা মহাসড়ক উন্নয়ন (তারাবো ও চট্টগ্রাম লিংকসহ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়