দেবদুলাল মুন্না : [২] লাতিন আমেরিকার দেশগুলোতে প্রায় দেড় কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এক সতর্ক বার্তায় জানিয়েছে যে, করোনাভাইরাস মহামারির কারণে লাতিন আমেরিকায় ১ কোটি ৪০ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
[৩] এএফপি জানায়, লাতিন আমেরিকার দেশগুলোতে দ্রুত গতিতে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ছে। প্রতিদিন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যায় ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকা।
[৪] বর্তমানে করোনা সংক্রমণের নতুন কেন্দ্রে পরিণত হয়েছে লাতিন আমেরিকা। এখন পর্যন্ত লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। এরপরেই রয়েছে পেরু এবং চিলি।
[৫] করোনার কারণে বিভিন্ন দেশের অর্থনীতিতে ধস নেমে এসেছে। বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে।