এস এম নূর মোহাম্মদ: [২] বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ জনস্বার্থে এ নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
[৩] স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, অাইইডিসিআরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালকের ইমেইলে এ নোটিশ পাঠানো হয়েছে।
[৪] নোটিশে বলা হয়েছে, গাইবান্ধ্যা, সাতক্ষীরা ও গাজীপুরে চিকিৎসা না পেয়ে হাসপাতালের গেটের সামনে সন্তান প্রসব করার খবর গণ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব প্রমাণ করে যে, দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থা কোন দিকে যাচ্ছে।