শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় বিশ্বের ১৫টি উষ্ণতম স্থানের মধ্যে ১০টিই ভারতে

লিহান লিমা: [২] গত মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উষ্ণতম শহর ছিলো উত্তর ভারত ও পাকিস্তানের দক্ষিণাংশ। দ্য হিন্দু, ডেকান হেরাল্ড

[৩] ভারতের রাজস্থানের চুরুতে দেশটির সর্বোচ্চ ৫০ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া বিকানেরে ৪৭.৪ ডিগ্রী, গঙ্গানগরে ৪৭ ডিগ্রী, কোটায় ৪৬.৫ ডিগ্রী ও জয়পুরে ৪৫ ডিগ্রী সেলসিয়াস ছিলো।

[৪] একই তাপমাত্রা ছিলো পাকিস্তানের জাকোবাবাদে। এছাড়া নবাবশাহ ও পাদিদান এলাকায় ৪৯ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

[৫] ভারতের উত্তর প্রদেশের বিন্দা ও হরিয়ানার হিসারে ৪৮ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নাগপুরের সোনেগাও মহারাষ্ট্রের আকলা এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যথাক্রমে ৪৬.৮ ও ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

[৬] গত ১০ বছরের ইতিহাসে ভারতের চাউরুতে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৬ সালে সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৫০.২ ডিগ্রী সেলসিয়াস। গত ২২ মাস থেকে এখানে ধারাবাহিকভাবে তাপমাত্রা বাড়ছে।

[৭] গত ১৮ বছরে সবচেয়ে উষ্ণ মে মাস দেখেছে দিল্লী। পালামে সর্বোচ্চ ৪৭.৬ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাকি দিল্লীতে তাপমাত্রা ছিলো ৪৬ ডিগ্রী সেলসিয়াস।

[৮] তীব্র তাপদাহের কারণে ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন এলাকার বনভূমি জ্বলছে। পুড়ে গিয়েছে ৫-৬ হেক্টর জমির সবুজ অরণ্য। ক্ষতি হয়েছে লক্ষাধিক গাছ ও প্রাণীর।

[৯] আবহাওয়া অধিদপ্তর বলছে পশ্চিম থেকে আসা ঝড়ের কারণে গত ২৮ মে থেকে দিল্লী, পাঞ্জাব ও হরিয়ানায় তাপমাত্রা কমতে পারে। এই তিনটি প্রদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের একদিকে তীব্র গরম পড়লেও উত্তরপূর্ব ভারতে তীব্র বৃষ্টি পাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত দুই তিন দিনের আসাম ও মেঘালয়ে ৫০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়