শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুকসুদপুরে দু-দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ওসিসহ ২৫/৩০ জন আহত

আসাদুজ্জামান বাবুল : [২] গোপালগঞ্জের মুকসুদপুরে দু-দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদসহ কমপক্ষে ২৫/৩০ জন আহত হয়েছে। এ ঘটনার সময় ভাংচুর করা হয়েছে ১০-১৫টি দোকান, ১টি বাড়ি। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে একটি মোটরসাইকেল। রাত ৭ টা ৪০ মিনিটের সময় এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো, মীর্জা আবুল কালাম আজাদ।

[৩] অপরদিকে.মুকসুদপুর কাশিয়ানী উপজেলার দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সুপার মো, আনোয়ার হোসেন ভুইয়া রাত পৌনে ৮ টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল সোমবার আনুমানিক রাত ৯ টার দিকে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়ার ছেলে মো, আলমগীর উপজেলার বনগ্রাম বাজার থেকে ঔষধের দোকান বন্ধ করে পায়ে হেটে বাড়ী যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা মহারাজপুর গ্রামের ইজিবাইক চালক লাভলু খাঁনের গাড়ীতে তার শরীরে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয় লোকজন তাৎক্ষনিক সমাধান করে দেন। কিন্ত, আজ মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন দোকান ঘর খুলে ঔষধ বেচাকেনার কাজ করছিলেন। কিছুক্ষন পর মহারাজপুর গ্রামের ইজিবাইক চালক লাভলু তার লোকজন নিয়ে আলমগীরের দোকানে হামলা চালিয়ে তাকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়ার পর আলমগীরের লোকজন দেশীয় অস্ত্র –শস্ত্র নিয়ে বনগ্রাম বাজারে পৌছালে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সটগান দিয়ে ৪৯ রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘষ চলাকালীন একে অপরের ইটপাটকেলের আঘাতে থানার ওসিসহ কমপক্ষে ২৫/৩০জন আহত হয়। গুরুত্বর আহতদের মুকসুদপুর- রাজৈর ও ফরিপুর মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ৪ ঘন্টা ব্যপী সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থল থেকে মোচনা ইউনিয়ের সাবেক চেয়ারম্যান রাজ্জাকের সমথক এমন ২ জনকে আটক করেছেন। তারা, প্রতিপক্ষ লাভলুর পক্ষে মারামারি করতে এসেছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বনগ্রাম বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়