লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু সাঈদ (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
[৩] মঙ্গলবার (২৬ মে) সকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী চর গোকুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
[৪] আবু সাঈদ ওই গ্রামের দিনমজুর দুলু মিয়ার পুত্র ও ঢাকার একটি কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।
[৫] গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, নিজেদের বসতঘর সরানোর কাজ করছিলেন আবু সাঈদ। এ সময় বাড়ির বৈদ্যুতিক তার ছিঁড়ে তার শরীরে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সম্পাদনা : জেরিন আহমেদ