শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদকসহ পুলিশের হাতে আটক শ্রীলঙ্কার ক্রিকেটার

ডেস্ক রিপোর্ট : [২] দেশের হয়ে অভিষেকে হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন। কিন্তু মাত্র দেড় বছরের ব্যবধানে হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়ে দেশের নাম ডোবালেন শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান মাদুশঙ্কা। সোমবার (২৫ মে) সরকারিভাবে শ্রীলঙ্কার জাতীয় দলের এই ক্রিকেটারের পুলিশের হাতে আটকের খবর প্রকাশ্যে আসে।

[৩] ২৫ বছরের শ্রীলঙ্কার এই ডানহাতি পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৮ সালের জানুয়ারিতে। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে অভিষেকেই বল হাতে বাজিমাত করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিক করে নজির গড়েন মাদুশঙ্কা।

[৪] জানা যায়, গত রবিবার পান্নালা এলাকায় দুই গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন শ্রীলঙ্কার জাতীয় দলের এই ক্রিকেটার। এরপর সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে দু’সপ্তাহ পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন।

[৫] দেশের হয়ে একটি ওয়ান ডে এবং দু’টি টি-২০ ম্যাচ খেলেছেন দ্বীপরাষ্ট্রের এই ডানহাতি পেসার। ২০১৮ সালে বাংলাদেশ সফরের পর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তরুণ এই ডানহাতি পেসার। তারপর আর শ্রীলঙ্কা দলে ডাক পাননি মাদুশঙ্কা।

[৬] করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কমবেশী চলছে লকডাউন। শ্রীলঙ্কাও ব্যতিক্রম নয়। গত ২০ মাার্চ থেকে সারা দেশেই জারি রয়েছে কার্ফু। পুলিশ জানিয়েছে, জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার যখন গাড়িতে যাচ্ছিল, তখন তাকে আটক করা হলে তার কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার হয়। কার্ফু লঙ্ঘন করায় এখনও পর্যন্ত ৬৫ হাজার লোককে গ্রেফতার করেছে শ্রীলঙ্কান পুলিশ।

বিডি-প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়