সুজন কৈরী : [২] ঢাকা, সিলেট, হবিগঞ্জ ও কুমিল্লাসহ আশপাশের কয়েকটি জেলায় সোমবার রাত ৮টা ৪২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
[৩] আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তর পূর্বে ভারত সীমান্তে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।
[৪] সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ সাঈদ আহমদ চৌধুরী সাংবাদিকদের জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের কাকচিং বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
[৫] ভূমিকম্পে ভারত বা বাংলাদেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।