আবুল বাশার নূরু:[২] প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
[৩] প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন সোমবার বিকালে গণভবনে ভারতের প্রধানমন্ত্রীর টেলিফোন আসে।
[৪] দেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।
[৫]ইহসানুল করিম বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে পাঁচ মিনিট ধরে ফোনালাপ হয়।
[৬] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করেন।