আবুল বাশার নূরু:[২] আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৩] সোমবার এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
[৪] শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মকবুল হোসেন একজন জনবান্ধব নেতা হিসেবে তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন।
[৫] ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমন্ডি-মোহাম্মদপুর আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মকবুল হোসেন রোববার রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।