শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়পুরহাটে নতুন করে আরও ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

জয়পুরহাট প্রতিনিধি: [২] এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন করোনা রোগী। সোমবার (২০ মে) সকালে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে ২৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এতে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর ১৫০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদের মধ্যে পাঁচবিবি উপজেলার মহব্বতপুর গ্রামের স্বামী-স্ত্রীসহ ১০ জন, ক্ষেতলাল উপজেলায় ছয়জন ও আক্কেলপুর উপজেলায় চারজন রয়েছেন।

[৪] জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, নতুন করে আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরফেরত এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। দুটি প্রতিষ্ঠানে ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তাদের সকলকে গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে পাঠানো হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়