বিশ্বজিৎ দত্ত : [২]স্টাফের মালিকানা ছিল অস্ট্রেলিয়ান ৯ এন্টারটেইনমেন্টর। তারা জানিয়েছে, করোনার আগে থেকেই স্টাফের আয় কমে গিয়েছিল।ফলে কর্মিদের বেতন দিতে সমস্যা হচ্ছিল। স্টাফের বিভিন্ন দৈনিক ও পোর্টালে ৯০০ কর্মচারি রয়েছে এরমধ্যে সাংবাদিক ৪০০ জন।
[৩]স্টাফের সিইও বাউচার বলেন, কোম্পানিটির শেয়ার কর্মিদের মধ্যেও বণ্টন করে দিবেন। এরমাধ্যমে স্টাফের সমস্ত প্রকাশনা রক্ষা পাবে। সামগ্রিক বাণিজ্যে সংস্থাটি আগামী দিনে লাভবান হবে।
[৪] স্টাফের প্রকাশনাগুলো কেনার জন্য এনজেডএম নামের একটি কোম্পানি এগিয়ে এসেছিল। তারা এরজন্য উচ্চ আদালতে মামলাও করেছে। নতুন পরিবর্তনে এই মামলা পিছাতে পাওে বওে ধারণা করা হচ্ছে।