শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ২৫ মে, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এর ধাক্কা ই-কমার্স খাতেও

প্রিয়াংকা : [২] করোনায় সুরক্ষিত থাকার পূর্বশর্ত সামাজিক দূরত্ব। এটি মানতে গিয়ে ভেঙে পড়েছে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি। যার নেতিবাচক প্রভাব এখন প্রায় সবখানে।

[৩] দেশের অর্থনীতির অন্যতম সম্ভবনাময় খাত ই-কমার্স। করোনা পরিস্থিতিতে অনেকটা ভঙ্গুর হয়ে পড়েছে এ খাতটি। ই-কমার্স সংগঠন ই-ক্যাব বলছে, করোনা পরিস্থিতিতে অনলাইন প্লাটফর্মে বেচাকেনা কমেছে ৬০ শতাংশ।

[৪] অনলাইন ব্যবসার বেশিরভাগই আমদানি নির্ভর। কিন্তু, করোনার কারণে বহু পণ্য বন্দরে আটকে থাকায় সঙ্কটে পড়েছেন উদ্যোক্তারা। তাদের শঙ্কা, এ পরিস্থিতি চলতে থাকলে আগামীতে দেখা দিতে পারে পণ্যের ঘাটতি।

[৫] কয়েক বছরে বিস্তৃত হয়েছে অনলাইন ব্যবসার পরিধি। দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম দারাজের সঙ্গেই এখন যুক্ত ১৫ হাজার প্রতিষ্ঠান।

[৬] ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, বর্তমানে এমন সংখ্যা ১১শর বেশি। তবে করোনার প্রভাব শুরু হওয়ার পর প্রায় সব প্ল্যাটফরমেই বিক্রি কমে গেছে গড়ে ৬০ শতাংশ।

[৭] কেবল তাই নয়, ক্রয়াদেশ না থাকায়, বন্ধও হয়ে গেছে ছোট-মাঝারি অনেক প্রতিষ্ঠান। এ খাতে প্রতিমাসে ক্ষতির পরিমাণ ৬৬৬ কোটি টাকা।

[৮] বর্তমানে এই খাতের সাথে যুক্ত ১ লাখ ২৫ হাজার মানুষ। ই-ক্যাব মনে করেন, আগামী এক বছরে আরও অন্তত ৫ লাখ মানুষের কাজের সুযোগ দেয়া সম্ভব।

[৯] এর আগে উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে জামানতবিহীন ঋণ দাবি করছিলেন ই-কমার্স উদ্যোক্তারা। একই সঙ্গে তারা ২০২০-২১ অর্থবছরের বাজেটে করপোরেট কর ও ভ্যাট থেকে অব্যাহতিও চেয়েছেন। সূত্র : চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়