শিরোনাম
◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত ◈ খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কার: যেসব কারণে স্মরণীয় হয়ে থাকবেন তিনি ◈ দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া ◈ খালেদা জিয়ার মৃত্যু: দুদিন স্থগিত ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা ◈ ব্যারিস্টার রুমিন ফারহানাসহ আরও ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছেন বিএনপি

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এবার জাতীয় ঈদগাহে নামাজ হচ্ছে না, শোলাকিয়ায় হবে না ১৯৩তম ঈদ জামাত

সালেহ বিপ্লব ও সুজন কৈরী : [২] নামাজ হবে মসজিদে মসজিদে। করোনার কারণে ঈদগাহ ময়দান ও এলাকার বড় মাঠগুলোতে ঈদ জামাত না করার নির্দেশনা দিয়েছে ইসলামি ফাউন্ডেশন।

[৩] বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৭টায়, এরপর এক ঘণ্টা পর পর।

[৪] রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে এক ঘণ্টা পরপর চারটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়।

[৫] কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

[৬] ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহীর সহকারী পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

[৭] বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত জেলার প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

[৮] একইভাবে ঈদ জামাত হবে দেশের প্রতিটি জেলার মসজিদগুলোতে।

[৯] ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্র জানায়, প্রত্যেক মসজিদের মেঝে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার পাশাপাশি মসজিদগুলোতে মুসল্লিদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। মসজিদের কোনো কার্পেট, চট কিংবা জায়নামাজ ব্যবহার করা যাবে না। তবে মুসল্লিরা নিজ নিজ জায়নামাজ নিয়ে মসজিদে যেতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়