শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এবার জাতীয় ঈদগাহে নামাজ হচ্ছে না, শোলাকিয়ায় হবে না ১৯৩তম ঈদ জামাত

সালেহ বিপ্লব ও সুজন কৈরী : [২] নামাজ হবে মসজিদে মসজিদে। করোনার কারণে ঈদগাহ ময়দান ও এলাকার বড় মাঠগুলোতে ঈদ জামাত না করার নির্দেশনা দিয়েছে ইসলামি ফাউন্ডেশন।

[৩] বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৭টায়, এরপর এক ঘণ্টা পর পর।

[৪] রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে এক ঘণ্টা পরপর চারটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়।

[৫] কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

[৬] ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহীর সহকারী পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

[৭] বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত জেলার প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

[৮] একইভাবে ঈদ জামাত হবে দেশের প্রতিটি জেলার মসজিদগুলোতে।

[৯] ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্র জানায়, প্রত্যেক মসজিদের মেঝে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার পাশাপাশি মসজিদগুলোতে মুসল্লিদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। মসজিদের কোনো কার্পেট, চট কিংবা জায়নামাজ ব্যবহার করা যাবে না। তবে মুসল্লিরা নিজ নিজ জায়নামাজ নিয়ে মসজিদে যেতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়