রায়হান রাজীব : [২] প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও ঢাকা ছেড়েছেন অনেক মানুষ। এতে আক্রান্তের ঝুঁকি বাড়বে। তাই, সবাই ঘরে থাকুন। যারা শহরে আছেন, ঘোরাফেরা করবেন না।
[৩] ডা. আব্দুল্লাহ বলেন, জাঁকজমক করে ঈদ করার চেয়ে জীবনটা বড়। বেঁচে থাকলে উৎসব করে ঈদ আবার করা যাবে। কিন্তু ঈদ করতে গিয়ে যেন জীবন ঝুঁকিতে না পড়ে সেদিকে সবার নজর দিতে হবে।
[৪] একুশে পদকপ্রাপ্ত এই অধ্যাপক আরও বলেন, প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে। তাই মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। ঈদের নামাজের যেন আমরা কোলাকুলি না করি। সেদিকে নজর রাখতে হবে।
[৫] তিনি বলেন, সাবধানে খাওয়া দাওনা করবেন। ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাবেন। অল্প অল্প করে খাবেন। এক সঙ্গে বেশি খাবেন না।