শাহীন খন্দকার :[২] করোনাকালে কেউই যেন সেবা থেবে বঞ্চিত না হয় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানালেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি । তিনি বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় টেষ্টিং আরো বাড়াতে হবে।
[৩] প্রতিটি ঘরের মানুষ প্রয়োজন মনে করলে যেন করোনা পরীক্ষা করাতে পারে সে ব্যবস্থা করতে হবে। টেষ্টিং বাড়ালেই বোঝা যাবে করোনা সংক্রমণ কোন পর্যায়ে আছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া সম্ভব হবে।তিনি বলেন, দেশের প্রতিটি সরকারী হাসপাতালে করোনা ইউনিট সৃষ্টি করতে হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা চিকিৎসা সেবা পায়।
[৪] তিনি বলেন, বেসরকারী হাসপাতালগুলোতেও করোনা চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইন করে হলেও বেসরকারী উদ্যোগকে করোনা মোকাবেলায় বাধ্য করতে হবে। জাপা চেয়ারম্যান বলেন, শুধু লকডাউন নিয়ে ভাবলেই হবেনা, হতদরিদ্র মানুষের জীবন-জীবিকা নিয়েও ভাবতে হবে।
[৫] জাতীয় পার্টি চেয়ারম্যান আজ দুপুরে পুরান ঢাকার আর্মানিটোলা এলাকায় মাহুততুলী প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্টির সাংগঠনিক সম্পাদক তারেক এ আদেল-এর উদ্যোগে এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
[৬] এসময়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি ইসাহাক ভূইয়া, জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, যুবনেতা জিল্লুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।