এস এম নূর মোহাম্মদ: [২] ১৫৯ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগের এ মামলায় মঙ্গলবার ঢাকার বিচারিক আদালত জামিন দিয়েছিল। দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ ২৮ মে পর্যন্ত জামিন স্থগিত করেন।
[৩] ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী।
[৪] আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
[৫] পরে খুরশীদ আলম খান বলেন, গত দু’দিনে মোট চার মামলায় রাশেদুল হক চিশতী ঢাকার আদালত থেকে জামিন পেয়েছিলেন।