শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২০ মে, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ২০ মে, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরিচ্যুতির কারণ জানেন না ডিএসসিসির ২ শীর্ষ কর্মকর্তা

সুজিৎ নন্দী : [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যে দুইজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এর কারণ তারা জানেন না বলে জানান। এ বিষয়ে তাদের কোনো ধারণাও নেই বলে তারা উল্লেখ করেন। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেন নি এই দুই কর্মকর্তা।

[৩] সূত্র জানায়, ডিএসসিসির মেগা প্রজেক্ট ‘ফোর ইউনিয়ন উন্নয়ন প্রকল্পে’ কাজ শেষ না করে বিল পরিশোধের সঙ্গে জড়িত প্রকৌশলীরা এখনো আছেন। এদের একজন এরই মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদোন্নতি পেয়েছেন। টেন্ডার প্রক্রিয়ায়ও এই প্রকৌশলীসহ একাধিক প্রকৌশলী যুক্ত ছিলেন বলে অভিযোগ আছে। এ ব্যাপারে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি।

[৪] গত শনিবার দুপুরে ডিএসসিসির মেয়রের দায়িত্ব নেন ব্যারিস্টার ফজলে ন‚র তাপস। পরদিন রোববার সংস্থার সব কর্মকর্তাদের নিয়ে সভায় মেয়র তাপস হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা দায়িত্ব অবেহলা বরদাশত করা হবে না। এমন হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই বিকেলে মেয়রের নির্দেশে সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইউসুফ আলী সরদারকে লিখিত অফিস আদেশের মাধ্যমে চাকুরিচ্যুত করা হয়।

[৫] ডিএসসিসির মেয়র ও সচিব স্বাক্ষরিত পৃথক দু’টি অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারি চাকুরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪ (২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকুরি হতে অপসারণ করা হলো। চাকরিচ্যুত কর্মকর্তাদের বিধি মোতাবেক তিন মাসের নগদ অর্থসহ সকল দেনা-পাওনা বুঝে নিতে করপোরেশনের হিসাব বিভাগে যোগাযোগ করতে বলা হয় অফিস আদেশে।

[৬] কিন্তু অফিস আদেশে করপোরেশন ও জনগণের স্বার্থ রক্ষার্থে’ তাদের চাকরিচ্যুত করার কথা উল্লেখ করা হলেও, মেয়রের হুঁশিয়ারির পরপরই ওই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ঘটনায় সংস্থাটির ভেতরে-বাইরে চলছে নানা গুঞ্জন। কেউ কেউ বলছেন, দুর্নীতির কারণেই তারা চাকরি হারিয়েছেন। আবার কারও কারও মতে, তারা দুজনই সদ্য বিদায় নেওয়া মেয়র সাঈদ খোকনের আস্থাভাজন ছিলেন। তবে এসব গুঞ্জনের মাঝে কোনটি সঠিক তা স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না সংস্থার দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তারা।

একই কথা বললেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মো. ইমদাদুল হক। তিনি বলেন, তাদের দুই জনকে চাকরিচ্যুত করা হয়েছে, এটা সত্য। এর বেশি আর কিছু বলতে পারবো না। সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ ব্যাপারে কোন মন্তব্য করেন নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়