শিরোনাম
◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় ভোটে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না? ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান ◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল ◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে?

প্রকাশিত : ২০ মে, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ২০ মে, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরিচ্যুতির কারণ জানেন না ডিএসসিসির ২ শীর্ষ কর্মকর্তা

সুজিৎ নন্দী : [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যে দুইজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এর কারণ তারা জানেন না বলে জানান। এ বিষয়ে তাদের কোনো ধারণাও নেই বলে তারা উল্লেখ করেন। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেন নি এই দুই কর্মকর্তা।

[৩] সূত্র জানায়, ডিএসসিসির মেগা প্রজেক্ট ‘ফোর ইউনিয়ন উন্নয়ন প্রকল্পে’ কাজ শেষ না করে বিল পরিশোধের সঙ্গে জড়িত প্রকৌশলীরা এখনো আছেন। এদের একজন এরই মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদোন্নতি পেয়েছেন। টেন্ডার প্রক্রিয়ায়ও এই প্রকৌশলীসহ একাধিক প্রকৌশলী যুক্ত ছিলেন বলে অভিযোগ আছে। এ ব্যাপারে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি।

[৪] গত শনিবার দুপুরে ডিএসসিসির মেয়রের দায়িত্ব নেন ব্যারিস্টার ফজলে ন‚র তাপস। পরদিন রোববার সংস্থার সব কর্মকর্তাদের নিয়ে সভায় মেয়র তাপস হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা দায়িত্ব অবেহলা বরদাশত করা হবে না। এমন হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই বিকেলে মেয়রের নির্দেশে সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইউসুফ আলী সরদারকে লিখিত অফিস আদেশের মাধ্যমে চাকুরিচ্যুত করা হয়।

[৫] ডিএসসিসির মেয়র ও সচিব স্বাক্ষরিত পৃথক দু’টি অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারি চাকুরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪ (২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকুরি হতে অপসারণ করা হলো। চাকরিচ্যুত কর্মকর্তাদের বিধি মোতাবেক তিন মাসের নগদ অর্থসহ সকল দেনা-পাওনা বুঝে নিতে করপোরেশনের হিসাব বিভাগে যোগাযোগ করতে বলা হয় অফিস আদেশে।

[৬] কিন্তু অফিস আদেশে করপোরেশন ও জনগণের স্বার্থ রক্ষার্থে’ তাদের চাকরিচ্যুত করার কথা উল্লেখ করা হলেও, মেয়রের হুঁশিয়ারির পরপরই ওই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ঘটনায় সংস্থাটির ভেতরে-বাইরে চলছে নানা গুঞ্জন। কেউ কেউ বলছেন, দুর্নীতির কারণেই তারা চাকরি হারিয়েছেন। আবার কারও কারও মতে, তারা দুজনই সদ্য বিদায় নেওয়া মেয়র সাঈদ খোকনের আস্থাভাজন ছিলেন। তবে এসব গুঞ্জনের মাঝে কোনটি সঠিক তা স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না সংস্থার দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তারা।

একই কথা বললেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মো. ইমদাদুল হক। তিনি বলেন, তাদের দুই জনকে চাকরিচ্যুত করা হয়েছে, এটা সত্য। এর বেশি আর কিছু বলতে পারবো না। সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ ব্যাপারে কোন মন্তব্য করেন নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়