শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রীয়, প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক, সামাজিক নাগরিক ও বুদ্ধিবৃত্তিক ভয়াবহ দুর্বলতায় দেশের কপালে কী আছে, ডর লাগছে!

মোজাম্মেল হোসেন মঞ্জু : বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। রমজান শুরুর আগের সপ্তাহে স্বয়ং প্রেসিডেন্ট ঘোষণা করেন যে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য এবার ঈদের সময় বড় বড় শহর থেকে মানুষের গ্রামের বাড়িতে যাওয়া চলবে না। গণপরিবহন, যানবাহন বন্ধ থাকবে। দেশটিতে ঈদে ঘরমুখো হয় প্রায় সোয়া কোটি লোক। (জাকার্তা পোস্ট, ২০শে এপ্রিল; ও অন্যান্য মিডিয়া) [২] সারা দুনিয়ার মুসলমানদের কিবলা কাবা শরিফ যে দেশ বুকে ধারণ করে আছে সেই সৌদি আরবের বাদশাহী সরকার ঈদের সময় ২৩-২৭ মে ৫ দিন দেশব্যাপী ২৪-ঘন্টার কার্ফিউ বলবতের সিদ্ধান্ত গত সপ্তাহে ঘোষণা করেছে।

 

(আরব নিউজ, ১২ই মে; ও অন্যান্য মিডিয়া) [৩] বাংলাদেশে সাধারণ ছুটি, বাস-ট্রেন বন্ধ ও ঘরে থাকতে বলা হলেও গত বৃহস্পতিবার ১৪ মে থেকে ঘরমুখো মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে। যখন মহাসড়কে ও ফেরিঘাটগুলোতে উপচানো ভিড় তখন ১৭ মে পুলিশের আইজি বললেন, ঈদে বাড়ি যাওয়ার জন্য রওয়ানা হওয়া যাবে না! পরের দিন পণ্য পরিবহনের সীমিত সংখ্যক ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ হলো।

 

ফেরিঘাটে, মহাসড়কে তখন হাজার হাজার মানুষ। (দেশের সব মিডিয়া)
[৪] রাষ্ট্রীয় প্রশাসনিক প্রাতিষ্ঠানিক সামাজিক নাগরিক বুদ্ধিবৃত্তিক ভয়াবহ দুর্বলতায় দেশের কপালে কী আছে, ডর লাগছে। করোনা আর না-করোনা, আমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক দিক দিয়ে তৈরি হতে হবে, যোগ্য হয়ে উঠতে হবে, রাজনীতি ঠিক করতে হবে, নেতৃত্ব লাগবে ইত্যাদি। ডর লাগছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়